সমকালীন প্রতিবেদন : কলকাতার আর জি কর কান্ডের প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে গোটা রাজ্যের পাশাপাশি বনগাঁতেও আন্দোলনে নামলেন বিজেপি কর্মীরা। এদিন দুপুরে বাটা মোড় এলাকায় অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির স্থানীয় নেতৃত্ব এবং কর্মীরা। বেশ কিছুক্ষণ এই অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
উল্লেখ্য, সম্প্রতি আর জি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পড়ুয়ার ওপরে যে নির্মম হত্যাকাণ্ড নেমে এসেছে, তার প্রতিবাদে এই রাজ্য ছাড়িয়ে গোটা দেশে তীব্র আন্দোলন শুরু হয়েছে। চিকিৎসকেরা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁদের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং কাজের পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আজ এসইউসিআই রাজ্যে ১২ ঘন্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল। এর পাশাপাশি, গোটা রাজ্যে দুপুর দুটো থেকে চারটের মধ্যে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিল বিজেপি নেতৃত্ব। তারই অংশ হিসেবে এদিন দুপুরে আন্দোলনে নামেন বনগাঁর বিজেপি নেতা, কর্মীরা। এই বিক্ষোভ কর্মসূচিতে বিজেপির মহিলা কর্মীরাও উপস্থিত ছিলেন।
এদিন দুপুর আড়াইটে নাগাদ বিজেপি কর্মীরা বনগাঁর বাটা মোড়ে একত্রিত হয়ে রাস্তা অবরোধ শুরু করেন। টায়ার জ্বালিয়ে রাস্তার উপরে বিক্ষোভ দেখানো হয়। ঘটনার খবর পেয়ে সেখানে হাজির হন পুলিশের পদস্থ আধিকারিকেরা। তাঁরা অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন। প্রায় আট ঘন্টা এইভাবে চলার পর অবরোধ তুলে নেওয়া হয়।
এব্যাপারে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডল বলেন, 'আর জি কর হাসপাতালে যে নারকীয় ঘটনা ঘটেছে, তা ধামাচাপা দিতে এবং এই ঘটনার বিরুদ্ধে যারা প্রতিবাদ জানাচ্ছে, তাদের দমিয়ে রাখতে পুলিশকে কাজে লাগানো হচ্ছে। আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করছি ।যতক্ষণ না তিনি পদত্যাগ করবেন, ততক্ষণ রাজ্য জুড়ে আন্দোলন চালিয়ে যাবে বিজেপি।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন