Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

অস্ট্রেলিয়া সিরিজে শামী হবেন তুরুপের তাস

 

Mohammed-Shami

সমকালীন প্রতিবেদন : চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন ভারতের অন্যতম সেরা ফাস্ট বোলার মহম্মদ শামী। গত বছর ওয়ান ডে বিশ্বকাপে চোট পেয়েছিলেন তিনি। ফাইনাল খেলেছিলেন সেই চোট নিয়েই। সেই কারণে বিশ্বকাপ শেষে শামীকে অস্ত্রোপচার করাতে হয়েছিল। 

এরপর থেকেই অপেক্ষা মহম্মদ শামীর প্রত্যাবর্তনের। বেশ কিছুদিন ধরেই প্র্যাক্টিস শুরু করেছেন তিনি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও প্র্যাক্টিসে দেখা গিয়েছে তাঁকে। কখনও বোলিং করছেন, আবার কখনো বিধ্বংসী ব্যাটিং করতেও দেখা গেছে তাঁকে। 

সেই অবস্থায় প্রত্যাশা করা হয়েছিল যে, দলীপ ট্রফিতে প্রস্তুতি সারবেন শামী। যদিও প্রথম রাউন্ডে নেই তিনি। এদিকে, বছর শেষে অস্ট্রেলিয়া সফর করবে ভারত। শামী কি খেলতে পারবেন এই সিরিজে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। 

কানাঘুষো শোনা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে বাংলার হয়ে রনজি ট্রফিতে আবার মাঠে ফিরতে চলেছেন মহম্মদ শামী। আগামী ১১ই অক্টোবর থেকে রনজি শুরু হচ্ছে। ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে বাংলা প্রথম ম‌্যাচ খেলবে উত্তরপ্রদেশের বিরুদ্ধে। 

পরের ম‌্যাচ ঘরের মাঠে। প্রতিপক্ষ বিহার। ফলে ওই দুটো ম‌্যাচে শামীকে খেলানোর পরিকল্পনা রয়েছে। তাহলে দুটো জিনিস হবে। এক, মাঠে ফেরার পর তাঁর ম‌্যাচ ফিটনেস দেখে নেওয়া যাবে। দুই, টেস্ট খেলার আগে লাল-বলে প্রস্তুতির সময় পেয়ে যাবেন শামী। 

যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে, সামনের মাসে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে ফিরবেন তারকা পেসার। তবে যা খবর, তাতে বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন না মহম্মদ শামী। 

অক্টোবরে নিউজিল‌্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেললেও তাঁকে সব ম‌্যাচে খেলানো হবে না বলেই শোনা যাচ্ছে। আসলে বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাবেন রোহিত শর্মারা। সেখানে পাঁচ টেস্টের সিরিজ। 

ওই সিরিজে শামীকে কতটা দরকার, সেটা বুঝতে গেলে ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। তাই আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে পাখির চোখ করে শামীকে ফিট রাখতে চাইছে বোর্ড। কারণ, সেই সিরিজে ভারতের তুরুপের তাস হতে পারেন একমাত্র তিনিই। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন