সমকালীন প্রতিবেদন : ভারতীয় ক্রিকেট দলে প্রত্যাবর্তনের মুখে দাঁড়িয়ে রয়েছেন ভারতের স্টার বোলার মহম্মদ শামি। কয়েকদিন আগেই তিনি ইস্টবেঙ্গল ক্লাবের এক অনুষ্ঠানে যোগ দিতে এসে বলেছিলেন, ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তিনি।
তবে খুব সম্ভবত ঘরোয়া ক্রিকেটে আর খেলতে হচ্ছে না এই ভয়ঙ্কর ফাস্ট বোলারকে। তাঁকে সেপ্টেম্বরে হতে চলা বাংলাদেশ সিরিজেই সরাসরি ভারতীয় দলে সুযোগ দিতে চলেছে নির্বাচক কমিটি, এমনটাই খবর সামনে এসেছে। চলতি বছরের শুরুতেই পায়ের অস্ত্রোপচার করিয়েছিলেন চোটের জায়গায়।
এরপর আইপিএল ও টি-২০ বিশ্বকাপ খেলা হয়নি তাঁর। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে ফুল ফিট শামিকে চাইছে দল। সেই কারণেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই ফের জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে তাঁকে।
এই মুহূর্তে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির রিহ্যাবে রয়েছেন ভারতীয় দলের এই তারকা পেসার। আর সেখানেই চলছে তাঁর প্র্যাকটিস। মহম্মদ শামীর বোলিং পারফরম্যান্স নতুন করে বলার অপেক্ষা রাখে না। ফরম্যাট যাই হোক, বিশ্বের অন্যতম সেরা পেসার তিনি।
তেমনই তাঁর ব্যাটের হাতও খুবই ভালো। ইংল্যান্ডের মাটিতে টেস্টে হাফসেঞ্চুরিও রয়েছে। এছাড়া প্রথম শ্রেনির ক্রিকেটেও দুটি হাফসেঞ্চুরি। তাঁর ব্যাটিং তাণ্ডব দেখেছিলেন ইংল্যান্ড বোলাররা। অনেক ম্যাচেই ব্যাট হাতে ক্যামিও ইনিংস উপহার দিয়েছেন। এবার নেটেও ঝড় তুললেন শামী।
সম্প্রতি, নিজের ব্যাটিং প্র্যাক্টিসের ভিডিয়ো শেয়ার করে ভারতের তারকা পেসার লিখেছেন, ‘যখন কোনও বোলার হাতে ব্যাট তুলে নেন, অপ্রত্যাশিত অনেককিছুই প্রত্যাশিত থাকে।’ ব্যাট হাতে নেটে একের পর এক বড় শট খেলছেন মহম্মদ শামী।
ম্যাচেও তাঁর খেলার স্টাইল এমনই। উইকেট পড়লে পড়বে। কিন্তু সুযোগ পেলে তিনি যে বোলারকে গ্যালারিতেই পাঠাবেন, এমন চেষ্টাই থাকে। যে ছন্দে ব্যাট করছিলেন, যেন ম্যাচে নেমে পড়তে তৈরি। অপেক্ষা এখন জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তনের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন