Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

২৫ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ককে আর দলে রাখবে না কেকেআর

Mitchell-Starc

সমকালীন প্রতিবেদন : গত আইপিএল-এ চ্যাম্পিয়ন দল ছিল কলকাতা নাইট রাইডার্স। গত সিজনে দলের সব খেলোয়াড় তুমুল ছন্দে ছিলেন। সেই কারণে এসেছিল প্রত্যাশিত সাফল্য। তবে সেই দল এবার ভাঙতে হবে কেকেআর সহ সব দলকেই। কারণ, আগামী আইপিএলের আগে মেগা নিলাম হবে। 

তাই সব দলই ঘর গোছানোর ছক তৈরি করছে। এতদিন যে সব তারকার ঠিকানা চেনা ছিল, তা বদলে যেতে পারে। রোহিত শর্মা কোথায় যাবেন, বিরাট কোহলি খেলবেন কোন টিমের হয়ে, হার্দিক পান্ডিয়া কি আবার নতুন দলের খোঁজে নামবেন? 

এমন গুচ্ছ গুচ্ছ প্রশ্ন ক্রিকেট মহলে ভেসে বেড়াচ্ছে। তার মধ্যেই দুই ক্রিকেটারকে নিয়ে তুমুল আলোচনা চলছে আইপিএলের দুনিয়ায়। প্রথম জন, মিচেল স্টার্ক। আর দ্বিতীয় জন কেকেআরের ভাইস ক্যাপ্টেন নীতীশ রানা। 

গত আইপিএলের আগে যে মিনি নিলাম হয়েছিল, তাতে হইচই ফেলে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেস বোলার। নিলাম থেকে ২৪.৭৫ কোটি টাকায় স্টার্ককে তুলেছিলেন গৌতম গম্ভীর। শুরুতে সেভাবে পারফর্ম করতে না পারলেও স্টার্ক অবশ্য আইপিএলের শেষবেলায় এসে নিজেকে মেলে ধরেছিলেন। প্লে অফ, ফাইনালে তিনি ফারাক গড়ে দিয়েছিলেন। 

গম্ভীর যে প্লেয়ার চিনতে ভুল করেননি এবং স্টার্কও তাঁর প্রতি রাখা আস্থায় সম্মান জানিয়েছেন, বল হাতে প্রমাণ করেছিলেন। সেই স্টার্ক আর হয়তো কেকেআর জার্সিতে আগামী মরসুমে খেলবেন না। দুটো কারণ তার। এক, স্টার্ক চোটপ্রবণ। বয়সও বাড়ছে। দুই, স্টার্কের জন্য বিপুল অর্থ খরচ করার প্রয়োজন আর বোধ করছে না কেকেআর।

এদিকে, এবার নীতীশ পর্বেও দাঁড়ি টানতে চাইছে কিং খানের টিম। বাঁ-হাতি রানা ২০২৩ এর আইপিএলে কেকেআরের পরিত্রাতা ছিলেন। শ্রেয়স আইয়ার চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যাওয়ায় তাঁকেই দেওয়া হয়েছিল নেতৃত্ব। ওই মরসুমে রানা টিমকে ট্রফির কাছে নিয়ে যেতে পারেননি। 

অবশ্য খারাপ সময়ে দলকে নিজের কাঁধে তুলে নেওয়ার পুরস্কার পেয়েছিলেন রানা। শ্রেয়স নেতৃত্বে ফিরলেও তাঁকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছিল। কিন্তু এই রানাকে নিয়ে প্রশ্ন বরাবরই রয়েছে কেকেআরে। ধারাবাহিক নন, ভরসা অনেক সময়ই রাখতে পারেননি, একাই ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন, তাও খুব বেশি দেখা যায়নি। 

তার উপর চোট আঘাতের গল্প তো রয়েছেই। গত মরসুমেই যেমন চোটের কারণে আইপিএল খেলতেই পারেননি সেই অর্থে। তাই রানাকেও এবার দল থেকে বাদ দিতে পারে নাইটরা। তবে চূড়ান্ত তালিকা তৈরি হওয়ার পরই এই সম্পর্কে নিশ্চিত তথ্য সামনে আসবে। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন