Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১০ আগস্ট, ২০২৪

বনগাঁর এক নার্সিংহোমে নাবালকের মৃত্যু, চিকিৎসার গাফিলতির অভিযোগ

 

Medical-negligence

সমকালীন প্রতিবেদন : অ্যাপেনডিক্স অপারেশন করতে গিয়ে মৃত্যু হল এক নাবালকের। চিকিৎসার গাফিলতিতেই ওই নাবালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। শনিবার দুপুরে বনগাঁর একটি বেসরকারি নার্সিংহোমের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

জানা গেছে, গোপালনগর থানার পাঁচপোতা এলাকার বাসিন্দা, বছর ১১ বয়সের অভিজিৎ সরকার স্থানীয় মাহমুদপুর হাইস্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। দিন দুই আগে সে পেটে ব্যথা অনুভব করায় পরিবারের লোকেরা তাকে বনগাঁ হাসপাতালের চিকিৎসক ডাক্তার লক্ষণ সাহার প্রাইভেট চেম্বারে দেখান। 

চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী এরপর ওই নাবালকের পেটের একটি আলট্রা সোনোগ্রাফি করা হয়। আর সেই রিপোর্ট দেখে ডাক্তারবাবু জানান, নাবালকের অ্যাপেন্ডিক্স অপারেশন করতে হবে। এর পরেই ডাক্তারবাবুর কথা মতো ড্রিমল্যান্ড নার্সিংহোমে নাবালককে ভর্তি করা হয়।

পরিবারের লোকেদের কথা অনুযায়ী, চিকিৎসক তাদেরকে জানিয়েছিলেন যে, অজ্ঞান করে পেট কেটে অপারেশন করতে গেলে সমস্যা বেশি হতে পারে। তার থেকে মাইক্রো সার্জারি তুলনায় অনেক নিরাপদ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিবারের লোকেরা মাইক্রো সার্জারি করাতেই সম্মত হন। 

এরপর আজ দুপুর বারোটা নাগাদ ওই নাবালকের পেটের অস্ত্রপচার হয়। অস্ত্রপচার করে অ্যাপেন্ডিক্স বাদ দিয়ে দেওয়া হয়। প্রায় ৪৫ মিনিট ধরে অস্ত্রপচারের পর নাবালককে বেডে দিলেও সে তখন কোন কথা বলছিল না। শুধুমাত্র তার স্যালাইন চলছিল। শ্বাসপ্রশ্বাস চলছিল না।

এই অবস্থায় পরিবারের লোকেদের সন্দেহ হওয়ায় তাঁরা চিকিৎসকের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও চিকিৎসক ততক্ষণে নার্সিংহোম ছেড়ে চলে গেছেন। নার্সিং হোমের এক মহিলা আয়াতে জিজ্ঞাসা করায় তিনি বলেন, স্যালাইনের মাধ্যমে অক্সিজেন চলবে। আর ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে বলে দু–তিন ঘন্টা ঘুমোবে। 

এর কিছুক্ষণ পরেই বাড়ির লোকেরা জানতে পারেন যে, আসলে নাবালকটি অস্ত্রপচারের পরেই মারা গেছে। এরপরেই নার্সিংহোম জুড়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরিবারের লোকেদের প্রশ্ন, একটা অ্যাপেন্ডিক্স অপারেশন করতে গিয়ে কি করে একটি শিশুর মৃত্যু হয়?‌ চিকিৎসকের গাফিলতিতেই তাদের বাচ্চার এইরকম মর্মান্তিক মৃত্যু ঘটলো বলে তাদের অভিযোগ। পরিবারের লোকেরা চিকিৎসকের চরম শাস্তির দাবি করেন। 

এব্যাপারে নার্সিংহোমের মালিক ডাক্তার মলয় সাহা জানান, 'অপারেশন কেমন হয়েছে, কিভাবে নাবালকটি মারা গেল, সেটা সংশ্লিষ্ট চিকিৎসকই সঠিকভাবে বলতে পারবেন, অন্য কারোর পক্ষে বলা সম্ভব নয়।'‌ আর নার্সিংহোমের গাফিলতি নেই বলেই তিনি মনে করেন।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন