Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

বিশ্বকাপ জয়ের পরে শ্রীলঙ্কার কাছে লজ্জার হার টিম ইন্ডিয়ার

 

Loss-to-Sri-Lanka

সমকালীন প্রতিবেদন : গুরু গম্ভীর জমানার প্রথম ওয়ানডে সিরিজ ছিল এটি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতির সেরা সুযোগও ছিল। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে লজ্জাজনক পারফরম্যান্স করলো টিম ইন্ডিয়া। টি-২০ বিশ্বকাপ জয়ের পর তিন ম্যাচের সিরিজে একটাও ম্যাচ জিততে পারলেন না রোহিত শর্মারা। 

প্রথম ম্যাচ কোনওমতে টাই হওয়ার পরে টানা দুই ম্যাচে হারল ভার‍ত। ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা। গত ২৭ বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হারেনি ভারত। কিন্তু গৌতম গম্ভীরের কোচিংয়ের শুরুতেই সেই রেকর্ড ভেঙে গেল। লজ্জার হারের রেকর্ড তৈরি হল ভারতীয় ক্রিকেটের নামের পাশে।

এই সিরিজের আগে পরিসংখ্যান বলছে যে, ১৯৯৭ সালের পর ওডিআই সিরিজে ভারতকে হারাতে পারেননি শ্রীলঙ্কা। ১১টি সিরিজ জিতেছিল ভারত। বাকি ড্র হয়েছিল। দীর্ঘ ২৭ বছর পর শ্রীলঙ্কার কাছে ওডিআই সিরিজ হার ভারতের। টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে ক্লিনসুইপ করেছিল ভারত। 

সূর্যকুমার যাদবের টি-টোয়েন্টি নেতৃত্বের শুরুটা দুর্দান্ত হয়েছিল। ওয়ান ডে সিরিজের শুরুতে অ্যাডভান্টেজে ছিল ভারতই। শ্রীলঙ্কার প্রথম সারির পাঁচ পেসার ছিটকে গিয়েছিল সিরিজ থেকে। প্রথম ম্যাচে ভারতের কাছে টার্গেট ছিল মাত্র ২৩১। 

রোহিতের সৌজন্যে দুর্দান্ত একটা শুরুও হয়েছিল। শেষ দিকে পরিস্থিতি সঙ্গীন হয়। সেই ম্যাচ টাই হয়েছিল। দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে ১-০ এগিয়ে ছিল শ্রীলঙ্কা। সিরিজ বাঁচানোর ম্যাচে ফের ব্যর্থ ভারতীয় ব্যাটিং। ১১০ রানের বিশাল ব্যবধানে জয়, সিরিজও শ্রীলঙ্কার।

গোটা সিরিজে ভারতকে ভুগিয়েছে শ্রীলঙ্কার স্পিন বোলিং। তৃতীয় ম্যাচেও সেই ছবিই দেখা গেল। এই সিরিজে শ্রীলঙ্কার স্পিনারদের বিরুদ্ধে মোট ২৭টি উইকেট হারিয়েছে ভারত, যা তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে সর্বাধিক। কোচ হিসাবে টি-টোয়েন্টি সিরিজ যতটা ভাল গিয়েছিল গম্ভীরের, একদিনের সিরিজ ততটাই খারাপ গেল। 

প্রশ্ন উঠে গেল দলের খেলার মানসিকতা নিয়ে। পরিস্থিতি না বুঝে সকলেই আক্রমণাত্মক খেলার চেষ্টা করলেন। শ্রীলঙ্কার মতো দলের বিরুদ্ধে এভাবে হারলে বড় দলের বিরুদ্ধে তো আরও চাপে পড়বে ভারত। পরের সিরিজের আগে এই ভুল শোধরাতে হবে গম্ভীর, রোহিতদের।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন