Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

ভারত ছেড়ে ইংল্যান্ডে খেলতে যাচ্ছেন হার্দিকের দাদা ক্রুনাল পান্ডিয়া

 

সমকালীন প্রতিবেদন : ‌আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো পারফর্ম্যান্সের সুবাদে ২০১৮ সালে প্রথমবার টিম ইন্ডিয়ার ডাক আসে ক্রুণাল পান্ডিয়ার কাছে। কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয় তাঁর। 

২০১৮ থেকে ২০২১-এর মধ্যে ১৯টি টি-২০ খেলায় দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। তারপর প্রায় তিন বছর কেটে গেলেও আর দ্বিতীয় সুযোগ আসে নি তাঁর সামনে। ২০২১ সালে পুনের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে অভিষেক হয় তাঁর। 

প্রথম ম্যাচেই ব্যাট হাতে অর্ধশতরান করেন তিনি। ওই বছরই কলম্বোর মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের পঞ্চম ও শেষ ওয়ান ডে ম্যাচটি খেলেন ক্রুণাল। এরপরে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটেও আর ডাক আসে নি তাঁর।

তাই এবার ঝিমিয়ে পড়া আন্তর্জাতিক কেরিয়ারকে পুনরায় চাঙ্গা করে তুলতে বছর ৩৩-এর এই অলরাউন্ডারকে নতুন কিছু ভাবতে হচ্ছে। সেই কারণেই এবার বড়সড় এক সিদ্ধান্ত নিলেন ক্রুনাল। জানা গেছে, নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের উদ্দেশ্যে দেশ ছেড়ে ইংল্যান্ড পাড়ি দিতে চলেছেন তিনি। 

কারণ, সেখানে এখন চলছে রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপ। ইংল্যান্ডের লিস্ট-এ টুর্নামেন্টে খেলছেন বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার। নর্দাম্পটনশায়ারের হয়ে খেলছেন পৃথ্বী শ, লেস্টারশায়ারের হয়ে মাঠে নামতে দেখা গিয়েছে অজিঙ্কা রাহানেকে। 

সম্প্রতি ল্যাঙ্কাশায়ার কাউন্টির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। এই তালিকায় যুক্ত হতে পারেন ক্রুণাল’ও। ক্রিকেটমহলে জোর গুঞ্জন যে, ওয়ারউইকশায়ারের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে। উল্লেখ্য, এখনো পর্যন্ত ১৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ২৪.৮০ গড়ে ১২৪ রান করেছেন তিনি। 

এছাড়াও, বল হাতে নিয়েছেন ১৫টি উইকেট। এদিকে, ৫ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে সুযোগ পেয়ে তিনি করেছেন ১৫০ রান এবং পেয়েছেন একজোড়া উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ ম্যাচে ৪৬৮ রান করেছেন তিনি। 

পাশাপাশি, লিস্ট-এ ক্রিকেটে ৮৪ ম্যাচে ২৪২৪ রান করেছেন ও নিয়েছেন ১০১ টি উইকেট। সব মিলিয়ে ১৯৮ টি-২০ ম্যাচে তাঁর মোট রান ২৭০৯ এবং উইকেট ১৩৭টি। তাই অভিজ্ঞতা তো রয়েইছে, সেই সঙ্গে এবার বিদেশে খেলার অভিজ্ঞতা ক্রুনালকে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে সাহায্য করে কিনা নজর থাকবে সেইদিকে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন