সমকালীন প্রতিবেদন : আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ খেলবে ভারত। একজোড়া টেস্ট ম্যাচে মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ। তাই আসন্ন এই সিরিজের জন্য দল তৈরির কাজ চলছে বোর্ডের অন্দরে। আর সেখান থেকেই এবার এসে গেল এক বড় আপডেট।
শোনা যাচ্ছে যে, আসন্ন এই সিরিজে ভারতের প্রধান ফাস্ট বোলার বুমরাহকে না খেলানো হতেও পারে। বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে জসপ্রিত বুমরাহকে বিশ্রাম দিতে পারে ভারত। কিন্তু তাহলে বুমরাহর বিকল্প কে হতে পারে? সেটা নিয়েই বাড়ছে জল্পনা।
ভারতের টি–২০ বিশ্বকাপ জয়ের বেশ কিছুদিন পর ১৬ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু হওয়া তিন টেস্টের সিরিজ খেলার পর জসপ্রিত বুমরাহ বিশ্রাম নেবেন বলে মনে করা হচ্ছে। তবে তার আগে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্টের জন্যও তিনি বিশ্রামে থাকতে পারেন।
বিসিসিআইয়ের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে সংবাদ সংস্থাকে জানিয়েছে, ‘বুমরাহর ক্ষেত্রে, তিনি তাঁর শরীরকে সবচেয়ে ভালো জানেন। বাংলাদেশের বিপক্ষে টেস্টে খেলতে চাইলে সেটা তাঁর ওপর নির্ভর করবে।'
সেই কারণে, আসন্ন এই সিরিজে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা দলের পেস আক্রমণে আরও বৈচিত্র আনতে চাইছেন। তাই এমন একজন বাঁ-হাতি ফাস্ট বোলারকে খুঁজছেন তারা, যিনি সুইং করতেও সক্ষম। পারফরম্যান্স এবং অভিজ্ঞতার ভিত্তিতে নির্বাচকদের কাছে বুমরাহর রিপ্লেসমেন্ট হিসেবে দুটি বিকল্প রয়েছে।
এর মধ্যে প্রথমে রয়েছেন অর্শদীপ সিং। তিনি টি–২০ ফরম্যাটে নিয়মিত খেলেন দেশের হয়ে। এছাড়াও, এই তালিকায় কিছুটা অনিয়মিত খলিল আহমেদকেও রাখা হয়েছে। অর্শদীপের ক্ষেত্রে, লাল বলের ক্রিকেটে তাঁকে নামানোর ভাবনা রাহুল দ্রাবিড়েরও ছিল।
এদিকে, খলিল অনেক উন্নতমানের বোলার। কিন্তু, তাঁর মধ্যে অনিয়মিত হওয়ার প্রবণতা রয়েছে। তাই বাঁ-হাতি পেসারের জন্য যশ দয়ালকেও ভাবা হতে পারে। তবে তিনি এই দৌঁড়ে খলিল এবং অর্শদীপ পিছনে রয়েছেন। কিন্তু শেষমেষ কে সুযোগ পাবেন, সেটা বলবে সময়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন