Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

কি নিয়মে জন্মাষ্টমী তিথি পালন করবেন?‌

 

Janmashtami-Tithi

সমকালীন প্রতিবেদন : জন্মাষ্টমী তিথি আসন্ন। পুরাণ মতে, এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই এই দিনে অনেকেই জন্মাষ্টমী পালন করে থাকেন। এই বছর জন্মাষ্টমীর তিথি পড়েছে ২৬ অগাস্ট, সোমবার। তাই জন্মাষ্টমী পালন করার আগে, দেখে নিন এই দিনের কিছু নিয়ম রীতি।

শ্রীকৃষ্ণের জন্ম যেহেতু মধ্যরাত্রে হয়েছিল, তাই অনেকেই এইদিন সকাল থেকে মধ্যরাত ‌পর্যন্ত উপবাস থাকেন। জন্মাষ্টমীর আগের রাত্রে নিরামিষ আহার গ্রহণ করা উচিত। তাও আবার রাত ১২ টার মধ্যে। তারপর ভালো করে মুখ ধুয়ে ঘুমাতে যেতে হয়। 

পরদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপবাস থাকতে হয়। এদিন উপবাস থেকে হরিনাম জপ, ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তন, অভিষেক দর্শন, কৃষ্ণ লীলা শ্রবণ, ভগবানকে দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করার নিয়ম রয়েছে।

জন্মাষ্টমীর দিন পুজোর স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সর্বোপরি এদিন পুজোর জন্য একটা শান্ত, কোলাহলমুক্ত স্থান বেছে নিলে ভালো হয়। এরপর ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, ফুল, তুলসীপাতা, পাট, বালি, পঞ্চবর্ণের গুড়ো, মধুপর্কের বাটি, আসন-অঙ্গুরী, দূর্বা, ধূপ, দীপ, পঞ্চগব্য, পঞ্চগুড়ি দিয়ে ভগবানের পুজো করা উচিত। 

সেইসঙ্গে পাশে রাখতে হবে প্রদীপ, ফুল, ফল, মিষ্টি ইত্যাদি। তবে অবশ্যই করে শ্রীকৃষ্ণের প্রিয় মাখন, মিছরি, ননী, নাড়ু, তালের বড়া, ক্ষীর, রাবরি, মালাই, মালপোয়া রাখতে ভুলবেন না কিন্তু। 

এই দিন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ভগবান গণেশকেও রেখে পুজো করতে পারেন। তবে প্রথমে গণেশের পুজো করে, তারপর কিছুক্ষণ ধ্যান করে, মন শান্ত রেখে শ্রীকৃষ্ণের প্রার্থনা করুন।‌‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন