Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৩ আগস্ট, ২০২৪

বনগাঁর টিম্বার মার্চেন্ট এর পক্ষ থেকে বৃক্ষরোপণের জন্য উদ্যোগ

 ‌

Initiative-for-plantation

সমকালীন প্রতিবেদন : ‌জনজীবনের স্বার্থে কাঠের প্রয়োজনে গাছ কাটতে হয়। কিন্তু তার পাশাপাশি একটি গাছ কাটা পিছু ৫টি করে গাছ লাগাতে হবে। বনগাঁ মহকুমা টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এক বৃক্ষরোপন এবং বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এসে এই বার্তাই দিলেন বনগাঁ পুরসভার প্রধান গোপাল শেঠ।

আসবাবপত্র সহ বিভিন্ন কাজে কাঠের প্রয়োজনে গাছ কাটতে হচ্ছে। রুটিরুজির প্রয়োজনে টিম্বার ব্যবসায়ীরা যেমন এই কাজ করে থাকেন, তেমনই গাছ লাগানোর জন্য মানুষকে উৎসাহিত করতে নিজেরা গাছ লাগিয়ে এবং মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করতে গাছ বিতরণ করলেন।

শনিবার সংগঠনের পক্ষ থেকে বনগাঁর কর্মতীর্থ প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পুরপ্রধান সহ সমাজের বিভিন্নস্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিন কর্মতীর্থ প্রাঙ্গণেই বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি, বৃক্ষরোপণের জন্য মানুষকে সচেতন করতে হাতে প্ল্যাকার্ড নিয়ে র‌্যালি করে সেখান থেকে সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

এব্যাপারে সংগঠনের পক্ষে প্রদীপ দে বলেন, 'জীবনের স্বার্থে আমাদের যেমন গাছ কাটতে হয়, তেমনই আমরা গাছ লাগাতে মানুষকে উৎসাহিত করতে মানুষের মধ্যে প্রায় ৫ হাজার গাছের চারা বিতরণ করলাম। স্কুলগুলির কাছে আমাদের আবেদন, তারা যেন তাদের স্কুলপ্রাঙ্গণকে বৃক্ষরোপণের মাধ্যমে সাজিয়ে তোলেন।'‌   





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন