Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৩ আগস্ট, ২০২৪

ম্যাচ টাই হলেও ভারত-শ্রীলঙ্কা ম্যাচ কেন রইল অমীমাংসিত?

 

India-Srilanka-Match

স‌মকালীন প্রতিবেদন : ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজের প্রথম ম্যাচ টাই হল। কিন্তু, কোনও সুপার ওভারের মাধ্যমে সেই অমীমাংসিত ফলাফলের নিস্পত্তি হল না। ম্যাচে দুই দলই ২৩০ রান করে তুলেছে। একদিনের সিরিজের আগে শ্রীলঙ্কাতেই টি-২০ সিরিজ খেলেছে ভারত। 

টি-২০ সিরিজে তৃতীয় ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে ফয়সালা হয়েছে। কিন্তু, শুক্রবারের একদিনের ম্যাচে সেটা হল না। কারণ, এখানে কোনও সুপার ওভার নেই। কিন্তু কেন? সেটাই এবার জেনে নেওয়া যাক। 

আসলে সুপার ওভারের নিয়মটি হল টি-২০ ক্রিকেটের একটি অন্যতম বৈশিষ্ট্য। ক্রিকেটের এই ছোট্ট ফরম্যাটে টাই ব্রেক করার জন্য বা টাইব্রেকার হিসেবে সুপার ওভারের নিয়ম চালু করেছে আইসিসি। সেই কারণেই পাল্লেকেলেতে ভারত-শ্রীলঙ্কা তৃতীয় টি-২০ ম্যাচের নিষ্পত্তি সুপার ওভারে হওয়া সম্ভব হয়েছিল। 

কিন্তু, ৫০ ওভারের ফরম্যাটে কোনও টাইব্রেকার নেই। সেইজন্য শুক্রবার একদিনের ম্যাচ টাই দিয়েই শেষ হল। এমনিতে প্রত্যেক সিরিজ বা টুর্নামেন্টের নিয়মকানুন আলাদা। তার ওপর আইসিসির নিয়ম অনুযায়ীই টি-২০ এবং একদিনের ম্যাচের ফরম্যাটের মধ্যে কিছু পার্থক্য আছে। একদিনের ম্যাচে যে সুপার ওভার একেবারেই নেই, তা কিন্তু নয়। কিন্তু, সেটা বহুদেশীয় টুর্নামেন্টের নকআউট ম্যাচগুলোতে থাকে।

এখনও পর্যন্ত তিনটি একদিনের ম্যাচের নিষ্পত্তি সুপার ওভারে হয়েছে। তার মধ্যে একটি হল ২০১৯ সালের একদিনের বিশ্বকাপ ফাইনাল। এই ম্যাচে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড খেলেছিল। সেটাই প্রথম একদিনের ম্যাচ, যার নিষ্পত্তির জন্য অতিরিক্ত এক ওভার 'সুপার ওভার' হিসেবে খেলা হয়েছিল। 

এরপর ২০২০ সালের জিম্বাবোয়ে-পাকিস্তান ম্যাচেও এর পুনরাবৃত্তি হয়। এই ম্যাচে একটি সুপার ওভারে ম্যাচের নিষ্পত্তি হয়। এছাড়াও, ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং নেদারল্যান্ড। সেই ম্যাচেরও ফয়সালা হয়েছিল সুপার ওভারে। 

কিন্তু যেহেতু ভারত ও শ্রীলঙ্কার মধ্যে এই ম্যাচটি ছিল সাধারণ দ্বিপাক্ষিক সিরিজের একটি ম্যাচ, তাই শেষমেষ দুই দলের স্কোর এক হলেও সুপার ওভার খেলানো হয়নি এই ম্যাচে। একইসঙ্গে এই ম্যাচ যেহেতু সিরিজের নির্ণায়ক ম্যাচ ছিল না, তাই এটিকে টাই রেখে দেওয়া হয়েছে। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন