সমকালীন প্রতিবেদন : ক্রিকেট বিশ্বে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ নিয়ে এখন জল্পনা তুঙ্গে। ২০১৪-১৫ মরসুমের পর আর বর্ডার-গাওস্কর ট্রফি জিততে পারেনি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে টানা চারটি সিরিজে হারিয়েছে ভারত। তবে এবার অন্যরকম ফলের আশা করছেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং।
আসন্ন সিরিজের সম্ভাব্য ফলও বলে দিয়েছেন পন্টিং। আর এক্ষেত্রে নিজের দেশকেই তিনি এগিয়ে রাখছেন। পন্টিংয়ের আশা, এবার ফলাফল বদলাতে পারবেন প্যাট কামিন্সেরা। তিনি বলেছেন, 'ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় আছি। এবার অস্ট্রেলিয়ার দক্ষতা প্রমাণ করার পালা।'
তিনি বলেন, 'গত দু’বার অস্ট্রেলিয়ায় এসে সিরিজ জিতে নিয়ে গিয়েছে ভারত। এবার থেকে পাঁচ টেস্টের সিরিজ হবে। এই পরিবর্তনটা গুরুত্বপূর্ণ। শেষ কয়েকটা সিরিজে চারটি করে টেস্ট হয়েছে। এবার পাঁচ টেস্টের সিরিজ নিয়ে অনেকেই বেশ উত্তেজিত। মনে হয় না বেশি ম্যাচ ড্র হবে।'
এখন প্রশ্ন হচ্ছে যে, আসন্ন এই সিরিজে কোন দলের সম্ভাবনা বেশি? এই বিষয়ে পন্টিং বলেছেন, ‘অবশ্যই চাইব অস্ট্রেলিয়া সিরিজ জিতুক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মতামত দেওয়া আমার পক্ষে কঠিন। খারাপ আবহাওয়া ছাড়া কোনও ম্যাচ ড্র হবে বলে মনে হয় না। আমার মতে, অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে সিরিজ জিতবে এবার।’
পন্টিং আরও বলেছেন, ‘দেশের মাটিতে অস্ট্রেলিয়া অবশ্যই এগিয়ে থেকে নামবে। একটাই প্রশ্ন রয়েছে আমার। স্টিভ স্মিথই কি ওপেন করবে? আমার মতে স্মিথ ইনিংস শুরু করার যোগ্য। ক্যামেরুন গ্রিনকেও খেলানোর কথা বলব।’
উল্লেখ্য, শেষ চারটি বর্ডার-গাওস্কর সিরিজের দু’টি হয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে। এছাড়াও, দু’টি সিরিজ খেলা হয়েছে ভারতের মাটিতে। প্রতিবারই চারটি করে টেস্ট হয়েছে দু’দেশের মধ্যে। প্রতিটি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারতীয় দল।
ঘরের মাঠের পাশাপাশি অস্ট্রেলিয়ায় গিয়েও সিরিজ জিতেছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। আর এবার এই ফল বদলের আশায় রয়েছেন পন্টিং। এখন এটাই দেখার যে, আসন্ন এই সিরিজে বাজিমাত করে কোন দল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন