সমকালীন প্রতিবেদন : নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হল স্বাধীনতা দিবস। বাদ যায় নি বনগাঁর। এইন সকাল থেকে বনগাঁর বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এই দিনটি গর্বের সঙ্গে নানানভাবে পালন করলো। পেট্রাপোল সীমান্তে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীও তাদের মতো করে পালন করল স্বাধীনতা দিবস।
বনগাঁ পুরসভার উদ্যোগে গত বেশ কয়েক বছর ধরে ত্রিকোন পার্ক এলাকায় স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এবছরও তার ব্যতিক্রম ছিল না। এদিন অনুষ্ঠানস্থলে জাতীয় পতাকা উত্তোলন করেন বনগাঁ পুলিশ জেলার সুপার দীনেশ কুমার। আর তারপরই মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে পুরপ্রধান গোপাল শেঠ সহ পুরসভার কাউন্সিলরেরা এবং সমাজের বিভিন্নস্তরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সূচনা করে বনগাঁর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি। শোভাযাত্রায় অংশ নেওয়া পুরুষ এবং মহিলারা একটি বিশেষ পোষাক পড়েছিলেন। ব্যবসায়ী সমিতির প্রায় ৩ হাজার সদস্য এই শোভাযাত্রায় অংশ নেন।
নিউ মার্কেট থেকে শুরু করে শোভাযাত্রাটি যশোর রোড ধরে রাখালদাস সেতু, মতিগঞ্জ, রায় ব্রিজ, ত্রিকোন পার্ক, বাটা মোড় হয়ে ফের নিউ মার্কেটে এসে শেষ হয়। এরপর প্রতিবারের মতো রক্তদান শিবিরের আয়োজন ছিল। সেখানে ১০০ জন রক্ত দান করেন। একইসঙ্গে বিনামূল্যে প্রায় ১০০ জনের চোখ পরীক্ষা করা হয়।
এদিকে, অষ্টম বর্ষপূর্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার রক্তদান শিবির এবং চারাগাছ বিতরণের মাধ্যমে এই বিশেষ দিনটি পালন করলো বনগাঁ নির্ভয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিন বনগাঁর পালবিক লাইব্রেরির রিডিং রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিনের শিবিরে ৮ জন মহিলা সহ ৬০ জন রক্ত দান করেন। পাশাপাশি, প্রকৃতিকে বাঁচানোর আহ্বান জানিয়ে ১০০ জন মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। উল্লেখ্য, বনগাঁর এই স্বেচ্ছাসেবী সংস্থাটি সারা বছর ধরে মানুষের পাশে দাঁড়ায়, নানা সামাজিক কাজের সঙ্গে সংস্থার সমদস্যরা নিজেদের যুক্ত রাখেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন