সমকালীন প্রতিবেদন : শ্রীলঙ্কা সফরের ওয়ানডে সিরিজে ভারতকে হারতে হলেও ব্যক্তিগত পারফরম্যান্সের জেরে নজর কাড়েন ক্যাপ্টেন রোহিত শর্মা। তিনি ৩ ম্যাচের ২টিতে হাফ-সেঞ্চুরি করেন। সেই সুবাদে আইসিসির ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে বড়সড় উন্নতি করেন হিটম্যান। তিনি পৌঁছে যান কেরিয়ারের সেরা আইসিসি ব়্যাঙ্কিংয়ে।
তৃতীয় স্থান পেলেন শুভমন গিল। চতুর্থ স্থান পেলেন বিরাট কোহলি। তিনি আগের তালিকাতেও চতুর্থ স্থানেই ছিলেন। ফলে, বিরাট নিজের স্থান ধরে রাখলেন। এদিকে, বোলিংয়ে প্রথম স্থান পেলেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। তৃতীয় স্থান পেলেন অ্যাডাম জাম্পার। চতুর্থ স্থান পেলেন ভারতের কুলদীপ যাদব।
আইসিসির তালিকায় বিশ্বের এক নম্বর ব্যাটসম্যানের আসনে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। তালিকায় থাকা অন্য ভারতীয় খেলোয়াড়দের মধ্যে শ্রেয়স আইয়ার রয়েছেন ১৬তম স্থানে। কেএল রাহুল একস্থান নেমে রয়েছেন ২১তম স্থানে। ১২তম স্থানে রয়েছেন সিনিয়র পেসার মহম্মদ শামি।
৩৩ বছর বয়সি শামি বর্তমানে গোড়ালিতে অস্ত্রোপচারের পরে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে ফিরে গিয়েছেন। তিনি বর্তমানে জাতীয় দলে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামী মাসে চেন্নাই এবং কানপুরে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে শামি জাতীয় দলে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।
এদিকে, ভারতীয়দের মধ্যে রবীন্দ্র জাদেজা অলরাউন্ডারদের বিভাগে ১৬তম স্থানে রয়েছেন। হার্দিক পান্ডিয়া চার ধাপ নেমে রয়েছেন ২৬তম স্থানে। ওয়াশিংটন সুন্দর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডেতে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী।
তিনি ৩ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। যার জেরে ১০ ধাপ বেড়ে তিনি উঠেছেন ৮৭তম স্থানে। টিমগত তালিকায় ভারত ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে একদিনের ম্যাচে তালিকায় শীর্ষস্থানে রয়েছে। তালিকায় অস্ট্রেলিয়া ১১৬ রেটিং পয়েন্ট পেয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং পয়েন্ট ১১২। তাই এই ব়্যাঙ্কিং দেখলে এটাই এককথায় বলা যায় যে, এখন ক্রিকেট বিশ্বে ভারত ও ভারতীয়দের জয়জয়কার চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন