Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৪ আগস্ট, ২০২৪

বাগদার হেলেঞ্চা হাইস্কুলকে কালিমালিপ্ত করার অভিযোগ স্কুলের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে

 ‌

Helencha-high-school

সমকালীন প্রতিবেদন : স্কুল কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ স্কুলের প্রাক্তন সভাপতির। ‌প্রাক্তন ছাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই অভযোগ তোলা হয়েছে। স্কুলকে কালিমালিপ্ত করার জন্য স্কুলের প্রাক্তন সভাপতি চন্দন সরকার ওরফে বাপি সরকার এমন কান্ড ঘটিয়েছেন বলে পাল্টা অভিযোগ বর্তমান ম্যানেজমেন্ট কমিটির। আর এই নিয়ে স্কুলের বর্তমান ম্যানেজমেন্ট কমিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করলো। 

বাগদার হেলেঞ্চা হাইস্কুলের এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে। স্কুলের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি বিধানচন্দ্র রায়ের অভিযোগ, 'প্রাক্তন সভাপতি চন্দন সরকার ওরফে বাপি সরকার স্কুলের বিরুদ্ধে ১২ থেকে ১৩ লাখ টাকা তছরুপের অভিযোগ তুলেছেন হেলেঞ্চা হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপে।'‌ 

বিধানচন্দ্র রায়‌ দাবি করেছেন, 'এই অভিযোগের কোনও ভিত্তি নেই। আমরা তাকে জানিয়েছি, আপনি স্কুলে এসে কথা বলুন এবং আরটিআইও করুন।' মূলত স্কুলকে কালিমালিপ্ত করার জন্য তিনি এই সমস্ত কাজ করেছেন বলে অভিযোগ বর্তমান স্কুল ম্যানেজিং কমিটির। ‌স্কুলের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে থানার দ্বারস্থও হয়েছেন তারা। 

যদিও এই বিষয়ে অভিযোগ অস্বীকার করে হেলেঞ্চা হাইস্কুলের প্রাক্তন সভাপতি চন্দন সরকার বলেন, 'এর আগেও আমি অভিযোগ জানিয়েছি যে, স্কুলের টাকা তছরুপ হয়েছে। শুধু তাই নয়, যে সমস্ত শিক্ষক–শিক্ষিকারা অকারণে ছুটি নিয়েছেন, তাদের সার্ভিস বুক টাকার বিনিময় ফ্রেশ করে দেওয়া হয়েছে। স্কুলকে বাঁচানোর জন্য আমি প্রাক্তন ছাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই বিষয়ে লিখেছিলাম।'‌ ‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন