সমকালীন প্রতিবেদন : রোহিত শর্মা আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নেওয়ার পর মনে করা হচ্ছিল যে, এবার ভারতের টি-২০ –র ক্যাপ্টেন করা হবে হার্দিক পান্ডিয়াকে। কারণ, দীর্ঘ সময় ধরে তিনি রোহিতের ডেপুটি হিসেবে দলে ছিলেন। এমনকি রোহিতের অনুপস্থিতিতে বেশ কিছু ম্যাচ এবং সিরিজে ভারতকে নেতৃত্বও দিয়েছেন হার্দিক।
তাই তাঁকে নিয়ে আশা বাড়ছিল। তবে সেই আশায় জল ঢালা হয় শ্রীলঙ্কা সিরিজের আগে। কারণ, এই সিরিজে টি-২০ –র ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছিল সূর্যকুমার যাদবকে। গৌতম গম্ভীর দলের প্রধান কোচ হতেই এই পরিবর্তন হয়।
তাই অনেকেই হার্দিকের সঙ্গে গম্ভীরের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অনেকেই আবার সূর্যর সঙ্গে হার্দিকের রেষারেষির থিওরিকেও সামনে আনতে চেয়েছিলেন। আসলে কোচ হওয়ার পর গৌতম গম্ভীর পরিষ্কার বলে দিয়েছিলেন যে, তাঁর ফিট ক্যাপ্টেন চাই। তাই সূর্যকুমার অগ্রাধিকার পেয়েছেন।
তবে টিমে যে হার্দিকের গুরুত্ব কমে যায়নি, সেটা সিরিজ শেষে বুঝিয়ে দিলেন গৌতম গম্ভীর। শ্রীলঙ্কাকে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে ক্লিন সুইপ করেছে ভারত। এই জয়ের পরেই ড্রেসিং রুমে সতীর্থদের উদ্দেশ্যে হার্দিককে কিছু বলতে বলেন কোচ গৌতম গম্ভীর।
আর এই সিরিজ জয় প্রসঙ্গে হার্দিক বলেন, 'এই পিচে প্রথমে ব্যাট করার সময় আমরা শুরুতেই চ্যালেঞ্জের সামনে পড়েছিলাম। পরিস্থিতি কঠিন ছিল। শুরুতেই পরপর উইকেট হারিয়েও শুভমন-রিয়ান যেভাবে ব্যাট করল, জুটি গড়ল, তা প্রশংসনীয়। লোয়ার অর্ডারে ওয়াশিংটন ও বিষ্ণোইয়ের অবদানও ভোলার নয়।'
তবে এখানেই শেষ নয়, ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে নিয়েও উচ্ছ্বসিত হতে দেখা যায় হার্দিক পান্ডিয়াকে। ভারতীয় টি-২০ দলের নবনির্বাচিত ক্যাপ্টেনকে নিয়ে তিনি বললেন, ‘গৌতি ভাইও যেমন বলল, সূর্য তুমি সত্যিই দুর্দান্ত। কঠিন পরিস্থিতিতে বোলারদরে যেভাবে ব্যবহার করলেন, বিশেষ করে স্লগ ওভারে, তা ব্রিলিয়ান্ট।’
পাশাপাশি, ওয়াশিংটন সুন্দরের বোলিংকেও প্রশংসায় ভরিয়ে দেন হার্দিক। যাঁরা ওয়ান ডে সিরিজে খেলবেন, সেই সতীর্থদেরও শুভেচ্ছা জানান এবং বার্তা দেন ওয়ান ডে-তেও এভাবেই দুর্দান্ত পারফর্ম করতে হবে। এককথায়, দলে সিনিয়রের ভূমিকা যথেচ্ছভাবে পালন করলেন তিনি। সঙ্গে হার্দিককেও বুঝিয়ে দিলেন যে, দলের সবার সঙ্গেই তাঁর সুসম্পর্ক রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন