Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১০ আগস্ট, ২০২৪

আইপিএল থেকে নাম তুললেই ২ বছরের জন্য নির্বাসন‌ বিদেশি প্লেয়ারদের

Exile-for-2-years

মকালীন প্রতিবেদন : আইপিএল খেলার জন্য নিলামে নাম দিলেও প্রতিযোগিতা শুরুর আগে সরে যাওয়ার ঘটনা বার বার ঘটেছে। বিভিন্ন ক্রিকেটার বিশেষ করে বিদেশি প্লেয়াররা হঠাৎ করে আইপিএল শুরুর আগে সরে গিয়েছেন। আর তাতে প্রায় সব দলেরই ভারসাম্য নষ্ট হয়। তবে এবার খেলোয়াড়দের এই প্রবণতা বন্ধ করতে চাইছে আইপিএলের দলগুলি। সেই কারণে নতুন নিয়ম আনার প্রস্তাব দিয়েছে তারা। 

সম্প্রতি আইপিএলের দলগুলিকে নিয়ে আয়োজিত বৈঠকে বেশ কিছু দল একটি প্রস্তাব দিয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, আইপিএল-এর নিলামে কোনও বিদেশি ক্রিকেটারকে কেনার পর তিনি আইপিএলে না খেললে সেই দলকে সমস্যায় পড়তে হয়। 

তাই কোনও ক্রিকেটার এমনভাবে সরে গেলে তাঁকে আইপিএল থেকে দু’বছরের জন্য নির্বাসিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। সূত্রের খবর, সব দলগুলিই এই প্রস্তাব মেনে নিয়েছে। তবে নিয়ম হিসাবে এটা কার্যকর হবে কি না, তা স্পষ্ট নয়। 

তবে কোনও ক্রিকেটার যদি দেশের জন্য খেলতে যান, বা চোট পেয়ে খেলতে না পারেন, বা পরিবারের কারও সমস্যার জন্য নাম সরিয়ে নিতে বাধ্য হন, সেক্ষেত্রে আইপিএলের দলগুলি তাঁকে ছাড়তে রাজি আছে। কিন্তু তেমন কোনও বড় কারণ না দেখিয়ে সরে গেলে শাস্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে তারা।

আইপিএলের দলগুলির দাবি, বিদেশি ক্রিকেটারদের ন্যূনতম মূল্যে কেনা হলে বেশি সমস্যায় পড়তে হয়। সেই সময় ওই ক্রিকেটারের ম্যানেজার নাকি জানান, বেশি টাকা পেলে খেলতে রাজি। কিন্তু নিলামে কম টাকা পাওয়ায় খেলতে রাজি নন তিনি। 

খেলোয়াড়দের আরও একটি প্রবণতা লক্ষ্য করেছে দলগুলি। বিদেশি ক্রিকেটারেরা বড় নিলামে নিজেদের নাম লেখাচ্ছে না। মিনি নিলামে নাম লেখাচ্ছে। সেক্ষেত্রে বেশি টাকা পাওয়ার সম্ভাবনা থাকছে। এটাও বন্ধ করতে চায় দলগুলি। 

উল্লেখ্য, মিনি নিলামে মিচেল স্টার্ক পেয়েছিলেন ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা। কিন্তু ২০২২ সালের বড় নিলামে সব চেয়ে বেশি টাকা পাওয়া ঈশান কিশনের মূল্য ছিল ১৫ কোটি ২৫ লক্ষ টাকা। সেই কারণে বড় নিলামে নাম না দিলে মিনি নিলামে জায়গা না-ও হতে পারে বিদেশি ক্রিকেটারদের।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন