সমকালীন প্রতিবেদন : ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল ক্যাপ্টেন হলেন মহেন্দ্র সিং ধোনি। দেশকে প্রথম টি-২০ বিশ্বকাপ জেতানো থেকে শুরু করে ওডিআই বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি- সবই এনে দিয়েছেন মাহি। তাই দেশজুড়ে তাঁর জনপ্রিয়তা মোটেও কম নয়। ধোনিকে পছন্দ করেন না, এমন ক্রিকেটপ্রেমী খুঁজে পাওয়া মুশকিল। তাই প্রিয় এই ক্রিকেটারের পছন্দ ও অপছন্দ নিয়েই ব্যাপক কৌতূহলী হয়ে থাকেন তাঁর ভক্তরা।
আর এবার ভক্তদের কৌতূহল দূর করে ধোনি জানিয়ে দিলেন তাঁর জীবনের একটি সিক্রেট। আসলে বর্তমানে ভারতীয় দলের মধ্যে প্রিয় বোলারকে বেছে নিলেন ধোনি। ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে সাধারণত তুলনা করেন না মহেন্দ্র সিংহ ধোনি। ভারসাম্য রক্ষা করে চলেন প্রাক্তন অধিনায়ক।
কাউকে যেমন অতিরিক্ত প্রশংসায় ভরিয়ে দেন না, তেমনই কারও সমালোচনাও করেন না। সেই ধোনির মুখে শোনা গেল তাঁর প্রিয় বোলারের নাম। একটি বিজ্ঞাপনের অনুষ্ঠানে ক্রিকেট নিয়ে কথা বলার সময় নিজের প্রিয় বোলারের নাম বলেছেন ধোনি।
ক্রিকেটজীবনে দেশের এবং বিদেশের বহু বোলারের বল সামলেছেন। ব্যাটার হিসাবে খেলার যেমন অভিজ্ঞতা রয়েছে, তেমনই উইকেটরক্ষক হিসাবেও বিভিন্ন বোলারকে দেখেছেন। নিজের অভিজ্ঞতা থেকে সেরা বোলার হিসাবে তিনি বেছে নিয়েছেন যশপ্রীত বুমরাহকে।
ভারতের এই জোরে বোলারকেই এখন বিশ্বের সেরা বোলার মনে করেন তিনি। ধোনি বলেছেন, 'ভারতের এখনকার বোলারদের মধ্যে পছন্দ বেছে নেওয়া সহজ। বুমরাহ এই কাজটা সহজ করে দিয়েছে। তবে একজন ব্যাটারকে বেছে নেওয়া কঠিন।'
ধোনির কথায়, 'আমাদের বেশ কিছু দুর্দান্ত ব্যাটার রয়েছে। তার মানে আমাদের অন্য বোলারেরা ভাল নয়, এমন নয়। ব্যাটার বেছে নেওয়া কঠিন। কারণ, কোনও একজনকে খেলতে দেখলে মনে হয় সেই সেরা ব্যাটার। আবার পরে অন্য একজনকে ব্যাট করতে দেখলেও দুর্দান্ত মনে হয়। ভারতীয় দল ভাল ফল করার আগে সেরা ব্যাটার বেছে নেওয়ার পক্ষে নই। আমি চাই, ওরা দলের জন্য সব সময় প্রচুর রান করুক। তবে প্রিয় বোলার বেছে নেওয়া সহজ।'
সব ধরনের ক্রিকেটে ধারাবাহিকতা এবং কার্যকারিতার জন্যই বুমরাহকে সেরা বোলার হিসাবে বেছে নিয়েছেন ধোনি। ভারতকে দু’টি বিশ্বকাপ দেওয়া প্রাক্তন অধিনায়কের মতে, বুমরাহ বিশ্বের সব পিচে সমান সফল। বুমরাহর হয়ে কথা বলে তাঁর সাফল্যই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন