Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

গোপালনগরে সেতু সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ

 

Demand-for-bridge-renovation

সমকালীন প্রতিবেদন : বেহাল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতি বিজড়িত ঝুলন্ত সেতু। দীর্ঘদিন ধরে সংস্কারের দাবিতে সরব হয়েছিলেন বাসিন্দারা।  এবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করলেন স্থানীয় বাসিন্দারা। 


গোপালনগর থানার ব্যারাকপুর এলাকায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি। তার পাশেই ইছামতি নদীর উপর তৈরি করা হয় ঝুলন্ত সেতু। এই সেতু দিয়ে নদীর একপাড়ে ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েত আর অন্য পাড়ে গোপালনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েক হাজার মানুষ দৈনিক এই সেতু দিয়ে যাতায়াত করেন। 


বাসিন্দাদের অভিযোগ, সেতু নির্মাণের পর আর কখনো সংস্কার হয়নি।  এব্যাপারে তাঁরা বারবার প্রশাসনকে জানিয়েও মাঝেমধ্যে একটু রিপেয়ারিং হয়েছে। কিন্তু সেই ভাবে সংস্কার হয়নি। ফলে সেতুর বর্তমান অবস্থা বেহাল। আর এই পরিস্থিতিতে আতঙ্কের মধ্যে দিয়েই এই সেতু ব্যবহার করতে হয় বাসিন্দাদের।


এলাকার মানুষের বক্তব্য, মাধবপুর, মনিগ্রাম সহ বেশ কিছু গ্রামের কৃষকদের উৎপাদিত সবজি গোপালনগরের হাটে নিয়ে যাওয়ার জন্য এই সেতুই অন্যতম ভরসা। ফলে সবজি বোঝাই গাড়ি অনেক ঝুঁকি নিয়েই এই সেতুর উপর দিয়ে নিয়ে যেতে হয়। সেতুর যা হাল, তাতে পায়ে হেঁটে পারাপার করতে গেলেও দুলুনি শুরু হয়।


এইসব গ্রামের বহু পড়ুয়া এই সেতুর উপর দিয়ে যাতায়াত করতে বাধ্য হয়। আর সেক্ষেত্রে পড়ুয়াদের অভিভাবকেরা সব সময় আতঙ্কের মধ্যে থাকেন। গত বছর সেপ্টেম্বর মাসে সে তো সংস্কারের জন্য নতুন করে বনগাঁ বিডিও অফিসে আবেদন জানান গ্রামবাসীরা। 


এরপর আরো এক বছর কেটে গেলেও সেতু সংস্কারের কোন উদ্যোগই নেয়নি প্রশাসন। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ এলাকার মানুষ। আর তাই এবার সেতু সংস্কারের দাবিতে পথে নেমে আন্দোলন শুরু করলেন গ্রামবাসীরা। শনিবার সকালে সেতু সংলগ্ন বনগাঁ-বাজিতপুর রোডের উপর অবরোধ করে, রাস্তার উপর বসে পড়ে আন্দোলন করলেন গ্রামবাসীরা।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন