সমকালীন প্রতিবেদন : ভারতের মতো ক্রিকেট-পাগল দেশের বিভিন্ন প্রান্তে ক্রিকেট লিগের আসর বেশ জমজমাট। এমনিতে আইপিএল-তো সমগ্র বিশ্বেই যথেষ্ট জনপ্রিয়। তবে আইপিএল ছাড়াও এখন অনুষ্ঠিত হচ্ছে কর্ণাটক প্রিমিয়ার লিগ।
বাংলায় শুরু হয়েছে সিএবি বেঙ্গল প্রো টি-২০ লিগ। আর এবার দিল্লির বুকে বসতে চলেছে দিল্লি প্রিমিয়ার লিগ। আর এই মেগা প্রতিযোগিতার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন জাতীয় দলের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগ।
ইতিমধ্যেই ক্রিকেটারদের ড্রাফটিং-এর কাজও সম্পন্ন হয়ে গেছে। এই টুর্নামেন্টের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছেন ঋষভ পন্থ এবং ইশান্ত শর্মা সহ আরও অনেকে। এমনকি, সুযোগ পেয়েছেন আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত পারফর্ম করা হর্ষিত রানাও।
সূত্রের খবর, দিল্লি প্রিমিয়ার লিগে পুরানি দিল্লি সিক্স দলের হয়ে খেলবেন ঋষভ পন্থ। সেই দলে খেলতে দেখা যাবে ইশান্ত শর্মাকেও। এদিকে, নর্থ দিল্লি স্ট্রাইকার্স দলটি টুর্নামেন্টের ড্রাফটিং থেকে তুলে নিয়েছে হর্ষিত রানাকে।
এছাড়াও, যশ ধুলকে নিয়েছে সেন্ট্রাল দিল্লি কিংস। জানা গেছে, দিল্লির থেকে ২৭০ জন ক্রিকেটার নেওয়া হয়েছে ড্রাফটিংয়ে। আর যেসব ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন জাতীয় দলে, আইপিএলে ও অনূর্ধ্ব ১৯ পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করা এক ঝাঁক ক্রিকেটার।
পন্থ, ইশান্তকে তুলে নিয়ে শক্তিশালী দল গড়েছে পুরানি দিল্লি সিক্স। পাশাপাশি, অলরাউন্ডার ললিত যাদব ও শিবম শর্মাকেও নিয়েছে তারা। এদিকে, ওয়েস্ট দিল্লি লায়ন্স দলে নিয়েছে নভদীপ সাইনি, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল-এ খেলা হৃতিক শোকিনকে।
নর্থ দিল্লি স্ট্রাইকার্স হর্ষিত ছাড়াও নিয়েছে কেকেআর-এর বিস্ময় স্পিনার সূয়স শর্মাকে। যশ ধুলের পাশাপাশি সেন্ট্রাল দিল্লি কিংস নিয়েছে প্রিন্স চৌধুরী, হিতেন দালাল, জন্টি সিধুদের। ইস্ট দিল্লি রাইডার্স নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে নজর কাড়া অনুজ রাওয়াতকে।
সাউথ দিল্লি সুপারস্টার্স নিয়েছে আয়ুষ বাদোনি, বাঁহাতি পেসার কুলদীপ যাদবদের। ১৭ অগাস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত হবে দিল্লি প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণ। সব ম্যাচই হবে অরুণ জেটলি স্টেডিয়ামে। মোট ৪০টি ম্যাচ হবে। ৩৩টি পুরুষদের, ৭টি মহিলাদের দলের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন