সমকালীন প্রতিবেদন : বারবার কোচ বদল করেও ভারতে বিশ্বকাপের খরা কাটানো যায়নি গত ১ দশক ধরে। তবে কয়েকমাস আগেই দেশকে বিশ্বকাপ এনে দিয়েছে দ্রাবিড়ের টিম ইন্ডিয়া। আসলে রোহিত-কোহলিদের হাতে বিশ্বজয়ের ট্রফি ওঠার নেপথ্যে সবথেকে বড় অবদান রয়েছে রাহুল দ্রাবিড়ের মতো ঠান্ডা মাথার মানুষটিরই।
রাহুল দ্রাবিড় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ না জিতলেও সেই আক্ষেপ দূর করেছেন কোচ হিসেবে। তবে ভারতকে বিশ্বকাপ জিতিয়ে তিনি সরে দাঁড়িয়েছেন দলের হেড কোচের দায়িত্ব থেকে। তারপর থেকেই তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে।
কানাঘুষা শোনা যাচ্ছে যে, দ্রাবিড় কোচ হিসেবে আইপিএলের আঙিনায় ফিরতে চলেছেন। আর এমনটা হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। তবে আইপিএল ছাড়াও দ্রাবিড়ের কোচিং কেরিয়ার নতুন মাত্রা পেতে পারে। কারণ, এটা এবার শোনা যাচ্ছে যে, ইংল্যান্ড ক্রিকেটমহলের নজরে রয়েছেন ইন্ডিয়াকে টি-২০ বিশ্বকাপ জেতানো দ্রাবিড়।
এমনিতেই ম্যাথিউ মট পদত্যাগ করার পরে ইংল্যান্ডকে সীমিত ওভারের ক্রিকেটে নতুন কোচ নিয়োগ করতে হবে। দ্রাবিড়কে সেই পদের জন্য এক্কেবারে উপযুক্ত মনে করছেন ইয়ন মর্গ্যানের মতো ব্রিটিশ প্রাক্তনীরা।
যদিও ইংল্যান্ড দলের এই দায়িত্ব নেওয়ার জন্য খোদ মরগ্যান ও ফ্লিন্টফের মতো ইংল্যান্ডের প্রাক্তন তারকাদের নাম ভেসে বেড়াচ্ছে। যদিও মরগ্যান নিজে এখনই জাতীয় দলের কোচ হতে আগ্রহী নন। তবে তাঁর পছন্দের কোচেদের মধ্যে রয়েছেন দ্রাবিড়।
সম্প্রতি, এই বিষয়টি নিয়ে স্কাই স্পোর্টসের আলোচনায় মরগ্যান জানান যে, ইংল্যান্ডের মতো প্রথমসারির ক্রিকেট দলের কোচ হিসেবে হাই প্রোফাইল কাউকে বেছে নেওয়া উচিত। তাই তাঁর পছন্দ রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং, স্টিফেন ফ্লেমিং বা ব্রেন্ডন ম্যাকালামের মতো কাউকে।
যদিও ম্যাকালাম ইতিমধ্যেই ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হিসেবে রয়েছেন। তবে মরগ্যানের ইঙ্গিত, প্রয়োজনে সব ফর্ম্যাটে ইংল্যান্ডের হেড কোচ করা যায় তাঁকে। এখন দেখার বিষয় এটাই যে, রাহুল দ্রাবিড়ের কাছে প্রস্তাব গেলে তিনি ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ হতে আগ্রহ দেখান কিনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন