সমকালীন প্রতিবেদন : চলতি বছর আইপিএল-এ চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। দলের প্রত্যেকেই প্রায় ছন্দে ছিলেন এবার। আর দলগত সেই পারফরম্যান্সেই এসেছে সাফল্য। কিন্তু সেই দল টিকিয়ে রাখাটাই চ্যালেঞ্জিং নাইট শিবিরের কাছে।
২০২৫ সালে আইপিএলের মেগা নিলাম হওয়ার কথা আছে। আর এই নিলামে দল ওলট পালট হয়ে যেতে পারে। কারণ, সব প্লেয়ারকে ধরে রাখার অনুমতি কোনো দলকেই দেয়না বোর্ড। সেই কারণে ফের দল গঠন নিয়ে ভাবতে হবে নাইট শিবিরকে।
তাই এবার মেগা নিলামের বিরোধিতায় সরব হলেন নাইট কর্ণধার শাহরুখ খান। আইপিএল নিলাম নিয়ে আলোচনার জন্য গত বুধবার মুম্বইয়ে বিসিসিআইয়ের দপ্তরে বৈঠকে বসেন আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকরা।
সেখানেই অধিকাংশ দলের মালিক দাবি করেন যে, প্রতি বছর শুধুমাত্র মিনি অকশন থাকাই উচিত। এই মালিকদের মধ্যে অন্যতম ছিলেন শাহরুখ খান। বৈঠকে কেকেআর মালিক জোর গলায় দাবি জানান যে, মেগা অকশন তুলে দেওয়াই উচিত।
তবে শুধুমাত্র মেগা অকশনের বিরোধিতাই নয়, আইপিএল নিলামের আরও বেশ কয়েকটি নিয়ম বদলের দাবি তুলেছেন দলের মালিকরা। অকশনের আগে প্রত্যেকটি দলে রিটেন করা ক্রিকেটারদের সংখ্যা বাড়াতে চান অধিকাংশই।
এছাড়াও, 'রাইট-টু-ম্যাচ কার্ড' ফেরানো নিয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। আইপিএলের গত কয়েকটি মরশুমে দেখা গিয়েছে, নিলামে দল পাওয়া বিদেশি ক্রিকেটাররা টুর্নামেন্ট শুরুর আগে নানা কারণ দেখিয়ে সরে দাঁড়াচ্ছেন।
তাতে দলের ভারসাম্য বজায় রাখতে সমস্যা হচ্ছে। বিদেশিদের এহেন আচরণ বন্ধ করতেও বিসিসিআইয়ের কাছে আলাদা নিয়মের দাবি করেছে দলগুলো। বিশ্লেষকদের মতে, চলতি বছরেই চ্যাম্পিয়ন হয়েছে নাইটরা।
সেই কারণে এখন আবার মেগা অকশন হলে ফের নতুন করে দল গুছিয়ে নিতে হবে। আর সেক্ষেত্রে দলের ভারসাম্য বজায় রাখতে সমস্যা হবে কেকেআর টিম ম্যানেজমেন্টের। তাই এদিনের এই বিশেষ বৈঠকে মেগা নিলামের বিরোধিতা করেছে নাইট শিবির।
তবে এখন বোর্ড কোন দাবিতে সায় দেয়, সেটাই দেখার বিষয়। কারণ মেগা নিলাম উঠে গেলে আইপিএল-এর পুরো ভাবধারা যে বদলে যাবে, তা বলাই যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন