সমকালীন প্রতিবেদন : চলছে নিম্নচাপের বৃষ্টি। দুই বঙ্গের একাধিক জায়গায় গত কয়েকদিন ধরে একনাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। চক্রবাত ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার পর থেকেই এই বৃষ্টিপাত শুরু। তবে এখনই এই বৃষ্টি থেকে রেহাই মিলবে না বলেই জানা গিয়েছে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সাত দিন দক্ষিণের বেশকিছু জেলায় এখনও এই আবহাওয়া বিরাজ করবে। উল্লেখ্য, অগাস্ট-সেপ্টেম্বরে সব জেলাতেই স্বাভাবিক ও স্বাভাবিকের থেকে একটু বেশি বৃষ্টি হলেও, উত্তর পশ্চিমের কাছাকাছি জেলাগুলিতে বৃষ্টি কম থাকার সম্ভাবনা রয়েছে।
গত কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছে শহরতলীর বেশকিছু এলাকা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তরের জেলাগুলোতে রবিবার ও সোমবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।
ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে, কালিম্পঙ, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে। ভারী বৃষ্টির কারণে জারি করা হয়েছে লাল সতর্কতা। শুক্রবার সকালেও বেশকিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, দক্ষিণের আকাশ থেকে এখনই বৃষ্টি কমার কোনও নামগন্ধ নেই। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার বজ্রপাত সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়।
বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়া, হুগলি এবং দুই ২৪ পরগনাতে ভারী বৃষ্টির কারণে জারি করা হয়েছে সতর্কতা। পাশাপাশি, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়ায় এবং বাকি জেলাগুলোতে আগামী ৭ দিন ধরেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। গত কয়েকদিনের বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও বেশ কিছুটা কমে গিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন