Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

ঝোড়ো ইনিংস খেলে দলকে জেতালেন ক্যাপ্টেন রিঙ্কু সিং

Captain-Rinku-Singh

সমকালীন প্রতিবেদন : ভারতীয় দলে বর্তমান প্রজন্মের এক বিস্ফোরক ব্যাটসম্যান হলেন রিঙ্কু সিং। সাম্প্রতিক সম‌য়ে তিনি ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর ব্যাটিংয়ের ঝলক দেখার অপেক্ষায় থাকেন ক্রিকেটপ্রেমীরা। 

সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজে ব্যাট এবং বল হাতে চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছিলেন রিঙ্কু। এরপর তিনি উত্তরপ্রদেশ প্রিমিয়ার লিগেও ফিনিশার ও ক্যাপ্টেন হিসেবে নিজের জাত চেনাচ্ছেন। 

উত্তরপ্রদেশের টি-২০ লিগে মারকাটারি হাফ-সেঞ্চুরি করে মীরাট মাভেরিকসকে টানা তৃতীয় জয় এনে দিলেন ক্যাপ্টেন রিঙ্কু। বৃহস্পতিবার একানা স্টেডিয়ামের এই ম্যাচে রিঙ্কুর দল মীরাট নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৩ রান সংগ্রহ করে। 

ছয় নম্বরে ব্যাট করতে নেমে রিঙ্কু সিং মাত্র ২৯ বলে হাফ-সেঞ্চুরি করেন। তিনি শেষমেশ দলের হয়ে সব থেকে বেশি ৬৪ রান করে অপরাজিত থাকেন। ৩৫ বলের ধুমধাড়াক্কা ইনিংসে রিঙ্কু ৫টি চার ও ৩টি ছক্কা মারেন। 

পালটা ব্যাট করতে নেমে নয়ডা কিংস ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫২ রানে আটকে যায়। ১১ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে রিঙ্কুর মীরাট। উল্লেখ্য, গত আইপিএলে নিজের সেরা ফর্মে ছিলেন না রিঙ্কু। আশা জাগিয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ জনের দলে জায়গা হয়নি। জায়গা হয়নি দলীপ ট্রফিতেও। 

যদিও বিশ্বকাপের দলে তাঁর না থাকাটা অবাক করেছিল ক্রিকেটভক্তদের। নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর ও অধিনায়ক রোহিত শর্মারাও জানিয়েছিলেন, রিঙ্কুকে প্রথম ১৫-য় না রাখতে পেরে তাঁরাও দুঃখিত। সেই সময় তাঁকে উৎসাহ জুগিয়েছিল খোদ ভারত অধিনায়ক রোহিত শর্মার বক্তব্যই। 

এই বিষয়ে রিঙ্কু এক সাক্ষাৎকারে বলেন, 'উনি ওই সময় আমার সঙ্গে কথা বলেছিলেন। বলেছিলেন, ‌কোনও ব্যাপার না। তোর বয়সই-বা কত? সামনে আরও বিশ্বকাপ আসবে। পরিশ্রম করতে থাক। ২ বছর অন্তত বিশ্বকাপ আসে। এসব নিয়ে একদমই দুশ্চিন্তা করবি না।'‌ মূল দলে না থাকলেও বিশ্বকাপের পর বিরাট-রোহিতদের সঙ্গে উৎসবে মেতেছিলেন রিঙ্কু। সেটার প্রতিফলন হয়তো দেখা যাচ্ছে তাঁর ক্যাপ্টেন্সিতে। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন