সমকালীন প্রতিবেদন : প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকাল আটটা কুড়ি মিনিট নাগাদ নিজের পাম্প এভিনিউর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রাণের খবরে রাজ্যজুড়ে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত ফুসফুসের সমস্যায় ভুগছিলেন বুদ্ধবাবু। গত কয়েকদিন বর্ষা এবং ঠান্ডাজনিত আবহাওয়ার কারণে সমস্যা একটু বৃদ্ধি পায় জ্বরও ছিল। চিকিৎসকেরা তাঁর শারীরিক পরীক্ষা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু তেমন কঠিন কিছু ধরা পড়েনি।
বৃহস্পতিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু তার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আজ রাজ্যে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। গান স্যালুট সহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে। আর এ ব্যাপারে রাজ্য সরকার সম্পূর্ণ সহযোগিতা করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
জানা গেছে, দুপুর সাড়ে বারোটা পর্যন্ত তাঁর মরদেহ পাম এভিনিউর বাড়িতে রাখা হবে। আর সেই কারণে এদিন দুপুর ১২ টা নাগাদ বাড়িতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানিয়ে আসেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জানান, যেহেতু আজই তাঁর ঝাড়গ্রামে একটি বিশেষ কর্মসূচি রয়েছে, তাই তিনি বাড়িতেই শ্রদ্ধা জানাতে এসেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন