Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৫ আগস্ট, ২০২৪

রোহিত থেকে শ্রেয়স- প্রত্যেককে এবার ব্যাটিং ছাড়াও করতে হবে বোলিং

Bowling-to-be-done

সমকালীন প্রতিবেদন : কোচ হিসেবে দলকে টি-২০ বিশ্বকাপ জিতিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। তারপর থেকেই ভারতীয় ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন গৌতম গম্ভীর। তাঁর জমানায় এবার বদলে যেতে পারে ভারতীয় ক্রিকেটের হাল-হকিকত। 

যদিও দলের দায়িত্ব নিয়ে প্রথম টি-২০ সিরিজে শ্রীলঙ্কাকে চুনকাম করেছে ভারত। আর এই সিরিজে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেছে ভারতীয় দলে। তার মধ্যে অন্যতম হল ব্যাটসম্যানদের নিয়ে বোলিং করানোর ট্রেন্ড। 

এই ট্রেন্ড রাহুল দ্রাবিড়ের সময়ে তেমন একটা দেখা যায়নি জাতীয় দলে। তবে গম্ভীরের সময়কালে এই পরিবর্তন এবার চোখে পড়ছে। আর এই ট্রেন্ডকে এবার আগামী সময়ে বয়ে নিয়ে যেতে চায় ভারতের কোচিং স্টাফরা। 

ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে হঠাৎই ১৯তম ওভারে রিঙ্কু সিংকে বোলিংয়ে আনেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। শেষ ওভারে নিজে বোলিং করেন। ম্যাচ গড়ায় সুপার ওভারে। জোড়া সারপ্রাইজেই ম্যাচ জিতে শ্রীলঙ্কাকে ক্লিন সুইপ করে ভারত। 

রিঙ্কু সিং এবং সূর্যকুমার যাদব দু-জনেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার বোলিং করেন। এই সারপ্রাইজ নিতে পারেনি শ্রীলঙ্কা। তবে এই একটি ম্যাচেই নয়, বরং টপ অর্ডার ব্যাটারদের নিয়মিত বোলিংয়ের সুযোগ দেওয়া হবে, পরিষ্কার করে দিয়েছেন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে।

শ্রীলঙ্কা সফরের প্রথম ওডিআইয়ের পর তিনি বলেন, ‘আমাদের ব্যাটাররাও ভালো বোলার। তাঁদের প্রাথমিক কাজ ব্যাটিং। সে কারণেই একসঙ্গে দুটোতে ফোকাস করা কঠিন। তবে ওদের বোলিং দক্ষতা রয়েছে। টি-টোয়েন্টিতে দেখেছেন, রিঙ্কু ও সূর্য বল হাতে সহযোগিতা করেছে। এখানে শুভমনকে বোলিং করানো হয়েছে।' 

ক্রিকেটে যে অলরাউন্ডার দক্ষতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, স্বীকার করে নিলেন বোলিং কোচ সাইরাজ। যোগ করেন, ‘আগামী দিনে ক্রিকেটে জরুরী হয়ে উঠবে অলরাউন্ডারই। সুতরাং, টপ অর্ডারের এক দু-জন ব্যাটার যদি বোলিংও করেন, টিমের জন্য সেটা ভালোই। 

পিচ এবং পরিস্থিতির উপরেই সেই সিদ্ধান্ত নির্ভর করবে। প্রতিপক্ষর কাছেও চমক হবে। আগামী ম্যাচগুলিতে ব্যাটারদেরও বোলিংয়ের পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে।’ অর্থাৎ, এই ট্রেন্ড যে এবার ভারতীয় দলে পাকাপাকিভাবে শুরু হচ্ছে, তা স্পষ্ট বোঝাই যাচ্ছে। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন