Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১১ আগস্ট, ২০২৪

মেগা নিলামের আসরে উঠবে না কেকেআরের ৪ খেলোয়াড়ের নাম

 

4-players-of-KKR

সমকালীন প্রতিবেদন : এ বছরের শেষের দিকে রয়েছে আগামী আইপিএলের জন্য মেগা নিলাম। সেই কারণে ইতিমধ্যে ১০ টি ফ্র্যাঞ্চাইজি কোমর বেঁধে নেমে পড়েছে দল সাজাতে। আইপিএলের মেগা নিলাম মানে তিল তিল করে সাজানো দলগুলো ভেঙে যাওয়া। কারণ, মেগা নিলাম এলেই কিছু ক্রিকেটারকে ধরে রাখা যায়, আর কিছু ক্রিকেটারকে ছেড়ে দিতে হয়। 

গত বছর আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে নাইটরা এ বছর আইপিএল  জয়ের স্বাদ পেয়েছে। কিন্তু ওই টিমের এক প্লেয়ার বলছেন, মেগা নিলামের আগে কেকেআর শ্রেয়সকে রিটেইন করবে কিনা, তা কিন্তু নিশ্চিত নয়। তা হলে এ বছরের বড় নিলামের আগে কোন ৪ ক্রিকেটারকে ধরে রাখতে পারে কিং খানের কেকেআর?

কয়েকদিন আগে এক অডিও সাক্ষাৎকারে হর্ষিত রানাকে প্রশ্ন করা হয়েছিল যে, কোন ৪ ক্রিকেটারকে আইপিএলের মেগা নিলামের আগে রিটেইন করতে পারে কেকেআর? ওই প্রশ্নের উত্তরে হর্ষিত জানিয়েছিলেন যে, তাঁর মনে হয় কেকেআর আগামী আইপিএলের মেগা নিলামের আগে যে ক্রিকেটারদের রিটেইন করতে পারে তাঁরা হলেন- সুনীল নারাইন, আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিং। 

কিন্তু চার নম্বর ক্রিকেটার কে হবেন, তা নিয়ে তিনি নিশ্চিত নন। যদিও মনে করা হচ্ছে যে, চতুর্থ ক্রিকেটার হিসেবে বরুণ চক্রবর্তী, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানার মধ্যে যে কাউকে ধরে রাখতে পারে কেকেআর। একথাও বলেছেন হর্ষিত রানা। 

উল্লেখ্য, চ্যাম্পিয়ন দলের ব্যালেন্স ভেঙে দিতে চায় না কোনো দলই। সেই কারণে মেগা নিলামের আগে রিটেইন লিস্ট তৈরি করা নাইটদের পক্ষে সহজ কাজ হবেনা। এই মুহূর্তে কেকেআর দলে অনেক বড় বড় প্লেয়ার রয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন, অস্ট্রেলিয়ান বোলার মিচেল স্টার্ক ও বিধ্বংসী ওপেনার ফিল সল্টের মতো খেলোয়াড়। 

এককথায়, তাঁদের ছেড়ে দেওয়াটা খুব কঠিন দলের কাছে। তাঁদের বাদ দিলেও খোদ ক্যাপ্টেন রিটেইন হবেন কিনা, তা নিয়েও নিশ্চয়তা শোনা যায়নি হর্ষিত রানার মুখে। তাঁর মতে, এবারের মেগা নিলাম কঠিন হতে পারে কেকেআরের জন্য।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন