Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১২ আগস্ট, ২০২৪

১৫ বগির লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা রেলের

 

15-compartment-local

সমকালীন প্রতিবেদন : ইতিমধ্যেই ১২ বগির লোকাল ট্রেন ‌পেয়েছে শিয়ালদা শাখা। আর এবার রেলের টার্গেট ১৫ বগি! এমনটাই জানা গিয়েছে রেল সূত্রে। বর্তমান সময়ে শিয়ালদা ডিভিশনের প্রতিটি ট্রেনকে ১২ বগিতে পরিনত করার পর পরবর্তী লক্ষ্য ১৫ বগি করা।

১২ বগির ট্রেন চালু করার জন্য সাম্প্রতিক সময়ে কিছু ট্রেনকে বাতিল রেখে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলেছিল শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে আর চলবে না পুরনো ৯ বগির রেক, এবার থেকে সব ট্রেনই হবে ১২ বগির। আর সেই মর্মে ইতিমধ্যেই শিয়ালদা শাখার হাতে এসেছে ১২ বগির বেশ কিছু নতুন রেক, এমনটাই জানা গিয়েছে রেল সূত্রে।

এদিকে ডিআরএম অফিস সূত্রে খবর, জুলাই মাস থেকে আর ৯ বগির কোন ট্রেন চলছে না। সবই ১২ বগির। এমনকি ডিআরএম বিল্ডিং এর স্থান পরিবর্তন হচ্ছে। ডিআরএম দীপক নিগমের নির্দেশমতো বারাসত, সোনারপুর, নারকেলডাঙ্গা, রানাঘাটে ৯ বগির ট্রেনগুলোকে ১২ বগিতে পরিনত করা হচ্ছে।

জানা গেছে, শিয়ালদা ডিভিশনে যে ১১০ টি রেক রয়েছে, এগুলি প্রতিদিন ৯০০ টি লোকাল ট্রেন হিসাবে শিয়ালদার বিভিন্ন শাখায় চলাচল করে। প্রথমে এই রেকগুলি কোনো বিভাগে ৯ বগি, আবার কোথাও ১০ বা ১২ বগি হিসাবে চলাচল করত। ১২ বগির পর রেলের পরিকল্পনা ১৫ বগির লোকাল ট্রেন চালানো।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন