সমকালীন প্রতিবেদন : অনেক বাড়িতেই টিকটিকির উৎপাত লক্ষ্য করা যায়। আর বর্ষাকালে সেটা যেন আরও বেশি করেই দেখা যায়। নানারকম চেষ্টা চরিত্র করেও, ঘর থেকে টিকটিকি তাড়াতে সক্ষম হননি অনেকেই। তবে ভেঙে পড়ার কিছুই নেই। দেখে নিন এমন কিছু ঘরোয়া টোটকা, যা প্রয়োগ করলে ঘর থেকে টিকটিকি পালাবে চটজলদি।
ডিমের খোসা - সেদ্ধ নয়, কাচা ডিম ভাজার সময় ফাটিয়ে সেই খোলা বা খোসাটা একটি বাটিতে করে এমন জায়গায় রাখুন, যেখানে টিকটিকির বেশি যাতায়াত রয়েছে বা বাটি করে ঘরের বিভিন্ন জায়গায়ও রাখতে পারেন। তাহলে এই ডিমের গন্ধে পালিয়ে যাবে টিকটিকি।
ঠাণ্ডা জল - টিকটিকি দেখতে পেলেই গায়ে ঠান্ডা জল ছিটিয়ে দিতে পারেন, তাহলে পালিয়ে যাবে।
কফি পাউডার এবং খয়ের স্প্রে - ঘরে যদি কফি পাউডার থাকে, তাহলে তার সঙ্গে খয়ের মিশিয়ে ঘরের বিভিন্ন কোণায় স্প্রে করে দেখুন, লেজ গুটিয়ে পালিয়ে যাবে টিকটিকি।
পেঁয়াজ রসুনের পেস্ট স্প্রে - সম্ভব হলে ঘরে একটু পেঁয়াজ–রসুনের পেস্ট তৈরি করে সেটি স্প্রে করে দেখুন। পেঁয়াজ–রসুনের ঝাঁঝালো গন্ধে ঘর থেকে সঙ্গে সঙ্গেই পালাবে টিকটিকি।
লাল লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়োর স্প্রে - রান্না ঘর থেকে কিছু পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো এনে জলে মিশিয়ে ঘরের দরজা, জানালার কোণায় কোণায় ভালো করে স্প্রে করতে হবে। তাহলেই এই জলের ঝাঁঝালো গন্ধে পালাবে টিকটিকি।
ন্যাপথালিন - এই ন্যাপথালিন বলের গন্ধও টিকটিকি একদম সহ্য করতে পারে না। তাই ঘরের আনাচে কানাচে টিকটিকির চলাফেরার স্থানে এই ন্যাপথলিন বল ছড়িয়ে রেখে পার্থক্যটা দেখুন।
কর্পূর - কর্পূরের গন্ধ টিকটিকির একদমই পছন্দ নয়। তাই ঘরে বিভিন্ন জায়গায় কর্পূর ছড়িয়ে রাখুন। তাহলেই দেখবেন ঘর থেকে টিকটিকি চলে যাবে।
একবার হলেও প্রয়োগ করুন এই ঘরোয়া টোটকা, যাতে করে আপনার ঘর হবে টিকটিকি মুক্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন