Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৬ জুলাই, ২০২৪

বাগদায় ভোটপ্রচারে এসে বিষ্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর

 ‌‌

Subhendu-Adhikari

সমকালীন প্রতিবেদন : '‌১০ জুলাইয়ের উপনির্বাচনে রানাঘাট দক্ষীন এবং বাগদা কেন্দ্রটি যেকোনও প্রকারে তৃণমূলের প্রার্থীকে জয়ী করানোর জন্য নবান্ন থেকে দুই পুলিশ জেলার এসপিকে নির্দেশ দেওয়া হয়েছে।'‌ শনিবার বাগদায় ভোটপ্রচারে এসে এমনই বিষ্ফোরক অভিযোগ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুক্রবারই বাগদায় দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। তারজন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনও নেওয়া ছিল। কিন্তু শেষপর্যন্ত প্রশাসনের পক্ষ সেই অনুমোদন বাতিল করে দেওয়া হয়। অবশেষে জায়গা এবং দিন বদল করে শনিবার বিকেলে বাগদার সিন্দ্রানী এলাকায় সভা করেন শুভেন্দু।

এদিন বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, 'সাম্প্রতিক লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে আমরা ২০–২২ টি আসনে জয়লাভ করবো বলে আশা করেছিলাম। কিন্তু তার থেকে অনেক কম আসনে জয়লাভ হলেও রাজ্যের ৯২টি বিধানসভা এলাকায় আমরা এগিয়ে রয়েছি। ১৪৬টি আসনে ৪০ শতাংশ ভোট পেয়েছি। এই ভোট আর মাত্র ২ থেকে ৩ শতাংশ বাড়াতে পারলেই ২০২৬ সালে বিজেপি এই রাজ্য ক্ষমতায় আসবে।'‌

দলের নেতা, কর্মী, সমর্থকদের উদ্দেশ্যে এদিন শুভেন্দু সতর্ক করে দিয়ে বলেন, '‌ভোটে জেতার জন্য পুলিশকে দিয়ে তৃণমূল বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করার চেষ্টা করছে। তাই বাড়িতে কোনও সিভিক গেলে ঢুকতে দেবেন না। সেকশন ৪১ অনুযায়ী নোটিশ ছাড়া থানায় ডাকলে যাবেন না। আর জোর করে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাড়ির মহিলারা ঝাঁটা আর পুরুষেরা জুতো নিয়ে তৈরি থাকবেন।'

এদিন বাগদার সভা থেকে শুভেন্দু অভিযোগের সুরে বলেন, 'তৃণমূলের কারণেই বাগদা কেন্দ্রটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন এই আসনটি তৃণমূলের হাতছাড়া। লোকসভাতেও হার হয়েছে। তাই এই আসনটি নিজেদের দখলে নেওয়ার জন্য তৃণমূল প্রশাসনকে কাজে লাগিয়ে অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করবে। আর সেইরকম করলে ভোটের দিন বিকেলে থানা ঘেরাও করা হবে। কোনওভাবেই ভোট লুট করতে দেবেন না। নিজেদেরকেই গণতন্ত্র কক্ষা করতে হবে।'




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন