সমকালীন প্রতিবেদন : গত রবিবারের দিনটি ভারতীয় ক্রিকেট দলের কাছে ভালো-মন্দে মিশিয়ে কাটলো। এদিন বিকেলবেলা এশিয়া কাপের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে হারতে হয়েছে ভারতের মহিলা ক্রিকেট দলকে। আশা ছিল, সন্ধ্যাবেলা সূর্যকুমার যাদবের দল কিছুটা হলেও সেই ক্ষতে মলম লাগাতে পারবে।
শেষপর্যন্ত কিছুটা হলেও স্বস্তি পেলেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। কারণ, শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতে নিলো ভারতের তরুণরা। একইসঙ্গে প্রথম সিরিজেই দলকে নিয়ে বাজিমাত করলেন ভারতের নতুন কোচ গৌতম গম্ভীর।
রবিবার দ্বিতীয় টি-২০ ম্যাচে শ্রীলঙ্কা এদিন ভালো শুরু করেও চাপ সামলাতে পারেনি। এক সময় ২ উইকেটে ১৩০ রান করে ফেলেছিল তারা। যদিও শেষ পর্যন্ত ১৬১ রানে শেষ হয়ে যায় আসালঙ্কদের ইনিংস। শ্রীলঙ্কানদের মধ্যে রান পেয়েছেন কুশল পেরেরা, পাথুম নিস্সাঙ্কা এবং কামিন্ডু মেন্ডিস।
যদিও হার্দিক, বিষ্ণোই এবং অক্ষরের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ চার ওভারে ৭ উইকেট হারায় লঙ্কা বাহিনী। এর পর বৃষ্টিতে ম্যাচ পণ্ড হওয়ার মতো অবস্থা হয়েছিল। পরে ভারত ব্যাট করতে নামার তিন বল পরেই শুরু হয় তুমুল বৃষ্টি। দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকে। ফলে সংক্ষিপ্ত হয়ে যায় খেলা।
বৃষ্টির কারণে টিম ইন্ডিয়ার সামনে জয়ের জন্য ৮ ওভারে ৭৮ রান দরকার ছিল। এই ছোট্ট টার্গেট তাড়া করতে গিয়ে যশস্বী জয়সওয়াল টিম ইন্ডিয়াকে জেতানোর জন্য নিজের সেরাটা উজাড় করে দেন। তাঁর সঙ্গে স্কোরবোর্ড সামলাতে থাকেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।
যশস্বী এই ম্যাচে ১৫ বলে ৩০ রান করেন। অন্যদিকে, সূর্য ১২ বলে করেন ২৬ রান। তবে শেষবেলায় ফিনিশার হিসেবে নিজের দায়িত্ব পালন করেন হার্দিক পান্ডিয়া। মাত্র ৯ বলে তাঁর ব্যাট থেকে ২২ রান বেরিয়ে আসে। শেষপর্যন্ত ৯ বল বাকি থাকতেই টিম ইন্ডিয়া এই দ্বিতীয় টি-২০ ম্যাচটি ৭ উইকেটে জিতে নেয়।
সেইসঙ্গে এই সিরিজও নিজেদের পকেটে পুরে নিয়েছে ভারতের তরুণরা। একইসঙ্গে অধিনায়ক সূর্য এবং কোচ গম্ভীরের যুগলবন্দীতে টিম ইন্ডিয়ায় এক নয়া যুগের সূচনা হল, তা বলা যেতেই পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন