Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১ জুলাই, ২০২৪

বাগদায় পাকা সেতু নির্মানের উদ্যোগ জেলা পরিষদের

 

Paved-bridge-in-Bagda

সমকালীন প্রতিবেদন : ‌বাগদা বিধানসভা এলাকায় উপনির্বাচনের প্রক্রিয়া চলছে। আর তারই মধ্যে এলাকার মানুষের চাহিদা মেনে সোমবার বাগদায় একাধিক সাঁকো পরিদর্শন করার পাশাপাশি একটি সাঁকোকে পাকা সেতুতে পরিনত করার উদ্যোগ নিল উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ। 

এদিন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বাগদা বিধানসভার বিভিন্ন সাঁকো পরিদর্শন করেন। সেই মতো সিন্দ্রানী পঞ্চায়েতের রাঘবপুর কাঠের সাঁকো পরিদর্শনে গেলে নারায়ণ গোস্বামীকে সামনে পেয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন গ্রামবাসীরা। 

গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরেই পাকা সেতু তৈরি করা হবে বলে প্রতিশ্রুতি দিলেও এখনো পর্যন্ত কাঠের বিপজ্জনক সাঁকোই গ্রামবাসীদের একমাত্র ভরসা। এর কারণে প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হতে হয় স্থানীয়দেরকে। 

স্থানীয় বাসিন্দা নিমাই দাস জানালেন, এই সাঁকোর দুই পাড়ে বহু মানুষের বসবাস। সিন্দ্রানীর এই বাওড় পার হওয়ার জন্য এই সাঁকোই অন্যতম ভরসা। বছর পাঁচের আগে এই সাঁকো ভেঙে মোটরবাইক নিয়ে বাওড়ে পড়ে গিয়ে বড় বিপদে পড়েছিলেন এই নিমাই দাস। 

সাঁকো পরিদর্শনে এসে নারায়ণ গোস্বামী বলেন, উপেন বিশ্বাস বাগদার বিধায়ক থাকার সময় বিধায়ক তহবিল থেকে ৩২ লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন। কিন্তু পাকা সেতু নির্মানের জন্য সেই টাকা যথেষ্ট ছিল না। ফলে সেই টাকা সেতু নির্মানের কাজে লাগানো যায় নি। 

এদিন তিনি বলেন, জেলা পরিষদের উদ্যোগে ২ কোটি ৬৩ লক্ষ টাকা ব্যয়ে এই স্থলে ১২০ মিটার লম্বা একটি পাকা সেতু নির্মান করা হবে। আর এই সেতু নির্মান হলে এলাকার মানুষ উপকৃত হবেন। এদিন তিনি বাগদা এলাকার আরও কয়েকটি সেতু পরিদর্শন করেন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন