Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

গম্ভীরের পছন্দেই ভারতের নতুন বোলিং কোচ নির্বাচন করল বিসিসিআই

 

New-bowling-coach

সমকালীন প্রতিবেদন : ভারতের নতুন হেড-কোচ গৌতম গম্ভীরের কোচিংয়ে ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতে নিয়েছে ভারত। নতুন টি-২০ ক্যাপ্টেন হিসেবে সূর্যকুমার যাদবও চূড়ান্ত সফল এই সিরিজে। আর সেই কারণেই এবার গম্ভীরের প্রভাব ও দায়িত্ব- এই দুটোই খাটছে দলের উপর। 

তাই এবার তাঁর পছন্দের একজন প্রোটিয়া তারকা যোগ দিচ্ছেন ভারতীয় দলে। জানা যাচ্ছে, শীঘ্রই দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হতে পারেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট-বোলার মর্নি মর্কেল। আসন্ন সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে মর্কেল তাঁর মেয়াদ শুরু করবেন বলে দাবি করা হচ্ছে বেশ কিছু জাতীয় সংবাদমাধ্যমে। 

গম্ভীরের কোচিং টিমে ইতিমধ্যেই প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার অভিষেক নায়ার এবং ডাচ প্রাক্তনী রায়ান টেন দুশখাতেকে যুক্ত করা হয়েছে। ২০১২ এবং ২০১৪ সালে আইপিএলজয়ী কেকেআর দলে ছিলেন দুশখাতে। 

এছাড়াও, কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হিসাবে কাজ করেছেন তিনি। অভিষেক নায়ারও কেকেআর-এর সহকারী কোচ ছিলেন। দু'জনেই গম্ভীরের সঙ্গে কাজ করেছেন এবং তাঁদের মধ্যে সম্পর্কও বেশ ভালো। এছাড়া মর্কেলের সঙ্গেও কাজ করেছেন গম্ভীর। 

তবে রাহুল দ্রাবিড় জমানার ফিল্ডিং কোচ টি দিলীপকে দলের সঙ্গে রেখে দেওয়া হয়েছে। যদিও তাঁর সঙ্গে গৌতি এর আগে কখনও কাজ করেননি। কিন্তু এই সিরিজে দুজনের কাজ করতে অসুবিধা কিছু চোখে পড়েনি।

উল্লেখ্য, এর আগে চলতি পাকিস্তান দলের বোলিং কোচ ছিলেন মর্কেল। গত টি২০ বিশ্বকাপে পাকিস্তানের খারাপ পারফরম্যান্সের জেরে বোলিং কোচের পদ থেকে পদত্যাগ করেন তিনি। গত জুনে ছয় মাসের চুক্তিতে পাকিস্তান টিমের বোলিং কোচের দায়িত্ব নেন দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন পেসার। 

তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছেড়ে দেন মর্কেল। এবার তিনি ভারতীয় দলের সঙ্গে যুক্ত হতে চলেছেন বলে খবর। প্রসঙ্গত, মর্কেল লখনউ সুপার জায়ান্টসে গম্ভীরের সঙ্গে দুই বছর কাজ করেছেন। 

তাই ভারতীয় দলে কিছুটা হলেও সুবিধা পেতে পারেন তিনি। কারণ, প্রধান কোচের সঙ্গে সব সহকারী কোচরা সামঞ্জস্য রেখে কাজ করতে পারলে, তবেই একটা শক্তিশালী দল গড়ে তোলা যায়। আর আসন্ন কিছু টুর্নামেন্টের কথা ভেবে সেটাই এখন চাইছে বিসিসিআই। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন