সমকালীন প্রতিবেদন : মশার থেকে আপনি যতই দূরে থাকতে চাইবেন না কেন, কিছুতেই মশা আপনার পিছু ছাড়তে চাইবে না। মশা তাড়ানোর হাজারো একটা কৌশল আপনার কাছে জানা থাকলে, মশাদের কাছেও রয়েছে সেই উপায় ভেঙ্গে বেরিয়ে আপনাকে বিরক্ত করার ক্ষমতা।
তবে জানেন কি, মহিলা অপেক্ষা পুরুষের রক্ত বেশি পছন্দ করে মশার দল? আর সেই কারণেই মশারা পুরুষদের বেশি করে কামড়ায়! সম্প্রতি এমনই এক রিপোর্ট পেশ করেছে একটি সংস্থা। যেখানে পরিষ্কার বলা আছে, পুরুষদের রক্ত বেশি পছন্দ মশাদের।
স্বাভাবিকভাবেই একটি মশার কাছে এমন কোন ক্ষমতা নেই, যার দ্বারা সে মহিলা না পুরুষ কার রক্ত পান করছে, সেটা বুঝতে পারে। তবে এক সমীক্ষার রিপোর্ট থেকেই এমনটা জানিয়েছে এই সংস্থা।
ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের পক্ষ থেকে পেশ করা এক রিপোর্ট থেকে এমনটাই জানা গিয়েছে। যেখানে এই সমীক্ষা করা হয়েছিল ৮ থেকে ১২ বছর বয়সী ছেলেমেয়েদের মধ্যে। আর সেই সমীক্ষার ফল দেখেই এমন রিপোর্ট পেশ করেছে ওই সংস্থা।
এই বিষয়ে বিশেষজ্ঞদের মত, বর্ষাকালেই বেশি করে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গি, চিকনগুনিয়ার মতো রোগের প্রাদুর্ভাব বাড়ে। আর এই সময়টায় বাড়ির আশেপাশে জমে থাকা জলে এমনকি বাড়ির ছাদের ভাঙা বালতির জমা জলে জন্ম নেয় মশার লার্ভা।
এই বর্ষাকালের সময়টায় এটাই হয়ে ওঠে মারাত্মক ক্ষতিকারক প্রভাব। এবার এই রিপোর্ট বলছে, মেয়েদের তুলনায় ছেলেরা বেশিক্ষণ বাইরে থাকে, মাঠে ঘাটে খেলাধূলা করে, প্রয়োজনে বাইরে কাজে যেতে হয়।
এমনকি মেয়েদের তুলনায় বেশি ছোট পোশাক পড়ে ছেলেরা। আর সেই কারণেই মশারা ছেলেদেরকে বেশি পরিমাণে কামড়িয়ে থাকে। আর তা থেকেই ছেলেদের মধ্যে মশাবাহিত রোগের কারণে অসুস্থ হওয়ার হার বেশিই দেখা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন