Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৩১ জুলাই, ২০২৪

রিঙ্কু আর সূর্যকুমারের সুপার ওভারে কুপোকাত শ্রীলঙ্কা

 

Kupokat-Sri-Lanka

সমকালীন প্রতিবেদন : ‌ব্যাট হাতে তাঁকে গেমচেঞ্জার হিসেবে দেখা গেছে অনেক ম্যাচেই। কিন্তু বল হাতেই যে গেমচেঞ্জার হতে পারেন রিঙ্কু সিং, তা আজ পর্যন্ত কেউ দেখেছেন বলে মনে হয় না। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে সেই বিরল দৃশ্যই দেখা গেল। বল হাতে একজোড়া উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা পালন করলেন রিঙ্কু। 

শেষ দু ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল মাত্র ৯ রান। এই অবস্থায় সবাইকে চমকে দিয়ে রিঙ্কু সিং বল করতে আসেন। ১৯-তম ওভারে রিঙ্কু তুলে নেন একজোড়া গুরুত্বপূর্ণ উইকেট। যে রিঙ্কুকে বল করতে দেখা যায়নি আইপিএলেও, সেই রিঙ্কু আন্তর্জাতিক ম্যাচে বল হাতে ভেল্কি দেখাচ্ছেন এবার। 

এর পর শেষ ওভারে ক্যাপ্টেন সূর্যকুমার নিজে বল করার সিদ্ধান্ত নেন। শেষ ৬ বলে ৬ রান করলেই শ্রীলঙ্কা জিতে যেত ম্যাচটি। সূর্য বল করতে এসে প্রথম বলে রান দেননি। দ্বিতীয় বলে আউট করেন কামিন্দু মেন্ডিসকে। তৃতীয় বলে গোল্ডেন ডাকে ফেরান মাহিশ থিকশানাক। 

পরের তিন বলে তিনি পাঁচ রান দেন। যার ফলে ম্যাচ টাই হয়ে যায় এবং শুরু হয় সুপার ওভারের খেলা। সুপার ওভারে ভারতের হয়ে বল করেন ওয়াশিংটন সুন্দর। তিনি তিন বলে দুই রান দিয়ে দুটো উইকেট নেন। 

ভারতের জিততে দরকার ছিল ৩ রান। সেটা সূর্য প্রথম বলেই চার মেরে তুলে ফেলেন। ফলে এই সিরিজে শ্রীলঙ্কাকে চুনকাম করে দেয় ভারত। কিন্তু শেষ দুই ওভারে কেন বোলিংয়ে রিঙ্কু ও সূর্যকুমার? অনেকেই এই প্রশ্নটি তুলছেন। 

ম্যাচের পর সূর্য এই বিষয়টি নিয়ে বলেন, '২০তম ওভারের সিদ্ধান্ত নেওয়াটা তাও সহজ ছিল। তবে ১৯তম ওভারের এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। সিরাজ এবং আরও কয়েকজনের ওভার বাকি ছিল। কিন্তু আমি অনুভব করেছি, রিঙ্কু সেই উইকেটের জন্য আরও উপযুক্ত ছিল।' 

কারণ হিসেবে তিনি বলেন, 'আমি ওকে বোলিং করতে দেখেছি এবং আমি ওকে নেটে প্রচুর অনুশীলন করিয়েছি। আমি অনুভব করেছি যে, এই সিদ্ধান্ত সঠিক ছিল এবং সেই কারণেই আমি সেই কলটি নিয়েছিলাম।'‌ আর তাই হয়তো এদিন মাস্টারস্ট্রোক হয়ে দাঁড়িয়েছে রিঙ্কুর বোলিং ডেবিউ। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন