সমকালীন প্রতিবেদন : বিশ্বকাপ জয়ের পর থেকে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা ক্রিকেট থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন। তিনি ছাড়াও বিরাট কোহলিও বিরতি চেয়েছিলেন বোর্ডের কাছে। যদিও তাঁরা টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, তবে তাঁরা খেলবেন ওয়ানডে এবং টেস্ট ম্যাচে।
এছাড়াও, টি-২০ বিশ্বকাপের পর বিরতি পেয়েছিলেন কুলদীপ যাদবও। এদিকে, কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ার উভয়ই আইসিসি টি-২০ বিশ্বকাপের দলে ছিলেন না। তবে তাঁরা প্রত্যেকেই এবার দলে কামব্যাক করছেন। আর তাঁদের সবাইকে এবার বাইশ গজে দেখতে চলেছে দর্শকরা।
টি-২০ সিরিজের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। আগামী ২ আগস্ট থেকে ৭ আগস্টের মধ্যে হবে এই সিরিজ। আর এই সিরিজে প্রত্যাবর্তন ঘটবে ভারতের এই মহাতারকাদের।
জানা গেছে, ইতিমধ্যেই অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, কুলদীপ যাদব– এই ৫ মহাতারকা এবং নতুন মুখ হিসেবে হর্ষিত রানা ওয়ানডে সিরিজের প্রস্তুতির জন্য কলম্বো পৌঁছেছেন।
একই সঙ্গে টিম ইন্ডিয়ার সহকারী কোচ অভিষেক নায়ারও পাল্লেকাল থেকে কলম্বো পৌঁছেছেন। অভিষেক নায়ারের তত্ত্বাবধানে রোহিত, বিরাট, লোকেশ, শ্রেয়স, কুলদীপ ও হর্ষিত ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু করবেন। এদিকে, ওয়ানডে স্কোয়াডের বাকি খেলোয়াড়রা বর্তমানে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ আন্তর্জাতিক সিরিজে খেলছেন।
টি-২০ সিরিজ শেষ হওয়ার পরে বাকি খেলোয়াড়রা কলম্বোর উদ্দেশ্যে রওনা হবেন। শুভমন গিল, ঋষভ পন্থ, শিবম দুবে, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ বর্তমানে ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দলে রয়েছেন।
তবে টি-২০ সিরিজ শেষ হলেই শ্রীলঙ্কা থেকে ফিরতে পারেন রবি বিষ্ণোই, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, সূর্যকুমার যাদব এবং যশস্বী জয়সওয়ালরা। কারণ, তাঁদের ওডিআই দলে রাখেনি বোর্ড। তাঁদের জায়গাতেই খেলবেন এই ৫ অভিজ্ঞ তারকা। তাই আনন্দের খবর এটাই যে, এই সিরিজে ফের প্রিয় ক্রিকেটারদের খেলতে দেখার সুযোগ পাবেন তাঁদের ভক্তরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন