Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

রোহিত শর্মার অবসরের পর টি-২০ ক্রিকেটে ভারতের ক্যাপ্টেন কে হবেন?

 

Captain-of-India-in-T20-cricket

সমকালীন প্রতিবেদন : ‌ভারত বিশ্বকাপ জেতার পর একদিকে যখন গোটা দেশ সেলিব্রেশনে মেতেছিল, তখনই যেন মাথায় আকাশ ভেঙে পড়ে সমর্থকদের। কারণ, বিশ্বজয়ের পর প্রথমে বিরাট কোহলি ও সবার শেষে রোহিত শর্মা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন। 

দলের সবথেকে সিনিয়র দুই প্লেয়ার টি-২০ ক্রিকেটকে বিদায় জানানোয় তাঁদের জায়গায় কোন কোন প্লেয়ার আসবেন, সেটা এখন বড় প্রশ্ন। একইসঙ্গে প্রশ্ন উঠছে যে, রোহিত শর্মার পর দলের ক্যাপ্টেন কে হবেন? ভারতের সম্ভাব্য ক্যাপ্টেনের তালিকায় রয়েছে অনেক নাম। 

আগামীতে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হতে পারেন শুভমন গিল। ইতিমধ্যে জিম্বাবোয়ে সফরে টিম ইন্ডিয়ার অধিনায়ক করা হয়েছে তরুণ ওপেনার শুভমান গিলকে। গিলকে প্রথমবার টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করতে দেখা যাবে। এমন পরিস্থিতিতে গিলের অধিনায়কত্বে জিম্বাবোয়ে সফরে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স দুর্দান্ত হলে, তাঁকে পরবর্তী অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হতে পারে।

তালিকার সবথেকে গুরুত্বপূর্ণ নাম হল হার্দিক পান্ডিয়া। কারণ, টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন হার্দিক। ফাইনালে টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন পান্ডিয়া। 

এখন রোহিত শর্মার অবসরের পর দাপুটে হার্দিকের নাম ঘোরাফেরা করছে পরের অধিনায়ক হিসেবে। শুভমন ও হার্দিক ছাড়াও রোহিতের পর টি-২০ দলের অধিনায়ক হিসেবে নাম উঠছে টিম ইন্ডিয়ার বিস্ফোরক ব্যাটার সূর্যকুমার যাদবের নাম। টি-২০ বিশ্বকাপে সূর্যের পারফরম্যান্স ছিল দারুণ। 

সূর্যকুমার যাদব ইতিমধ্যেই টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন। সূর্যের অধিনায়কত্বে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। তবে টিম ইন্ডিয়ার মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার আপাতত টিম ইন্ডিয়ার বাইরে থাকলেও অধিনায়কত্বের দাবিও জানাতে পারেন। 

শ্রেয়স আইয়ারের নেতৃত্বে এবার আইপিএল জেতে কলকাতা নাইট রাইডার্স। বাকিদের থেকে অধিনায়কত্বের অভিজ্ঞতা তাঁর বেশি। তবে কে টিম ইন্ডিয়ার আগামীর সেনাপতি হবেন, তা এখনো জল্পনার স্তরে। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন