Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

‌বনগাঁর কিষাণ মান্ডিতে বাইপাস রাস্তা তৈরি করবে পুরসভা

Bypass-road-at-Kishan-Mandi

সমকালীন প্রতিবেদন : ‌বনগাঁর কুঠিবাড়ি এলাকার কিষাণ মান্ডিতে যানজটের সমস্যা নেটাতে বনগাঁ পুরসভার পক্ষ থেকে একটি বাইপাস রাস্তা তৈরি করা হবে। শুক্রবার কিষাণ মান্ডি পরিদর্শন করে এমনই জানালেন বনগঁ পুরসভার প্রধান গোপাল শেঠ।

বনগাঁ পুরসভার অন্তর্গত ১ নম্বর ওয়ার্ডের কুঠিবাড়ি এলাকায় যে কৃষি মান্ডি রয়েছে, সেখানে প্রতি হাটবারে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি কিষাণ মান্ডি ভেতরে দালাল চক্রের যে দাপট চলে, সেই বিষয়ে মাঝেমধ্যে অভিযোগ উঠে আসে। 

এব্যাপারে এদিন বনগাঁ পুরসভার প্রধান গোপাল শেঠ এর নেতৃত্বে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিপালী বিশ্বাস সহ পুরকর্মীদের এক প্রতিনিধিদল এদিন কিষাণ মান্ডি পরিদর্শনে যান। কেন এই যানজট এর সমস্যা হচ্ছে, কিষান মান্ডির ভেতরে চাষীদের যে বিভিন্নরকম সমস্যা, সেগুলি খতিয়ে দেখেন এবং চাষীদের সঙ্গে কথাও বলেন পুরপ্রধান। 

এই বিষয়ে এদিন পুরপ্রধান গোপাল শেঠ জানান, 'দীর্ঘদিন ধরে কিষাণ মান্ডির কিছু সমস্যা আমরা শুনে আসছি। আজ তাই সরেজমিনে পরিদর্শন করতে এসেছিলাম। এখানে যে যানজটের সৃষ্টি হয়, তার সুরাহা দ্রুত করা হবে। তারজন্য অতিরিক্ত একটি বাইপাস রাস্তা আমরা তৈরি করব।' 

পুরপ্রধান আরও বলেন, 'আগামী দিনে যাতে এখানে একটি হিমঘর তৈরি করা যায়, সে বিষয়টিও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবো। এই কিষাণ মান্ডিতে আসা চাষীরা যাতে তাদের ফসলের সঠিক দাম পান, সেই ব্যবস্থাও করবো। ফোড়েদের দৌরাত্বে চাষীদের যদি সঠিক দাম না পান, তাহলে ফোড়েদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব।'

‌এখানে ফসল বিক্রি করতে আসা চাষিরা জানান, 'এখানকার যানজটের সমস্যা দীর্ঘদিনের। এরজন্য এখানে আরেকটি আলাদা রাস্তা দরকার। পাশাপাশি, এই কিষাণ মান্ডিতে যদি একটি হিমঘর তৈরি করা যায় সেই বিষয়টাও দেখার জন্য আমরা পুরপ্রধানকে অনুরোধ করেছি। আর ফোড়েদের যে দৌরাত্ব চলছে, সে বিষয়েও আমরা জানিয়েছি। উনি আশা দিয়েছেন, এই বিষয়ে দ্রুত সমাধান হবে'‌‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন