সমকালীন প্রতিবেদন : টি-২০ বিশ্বকাপ জেতার আগে টিম ইন্ডিয়া জিতেছিল এশিয়া কাপের খেতাব। ফাইনালে শ্রীলঙ্কাকে দুরমুশ করে সহজে ট্রফি তুলেছিলেন বিরাট-রোহিত-সিরাজরা। আর সেই সোনালী স্মৃতি ফিরিয়ে দিতে আগামী এশিয়া কাপের আসর বসছে ভারতের মাটিতেই।
ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আগামী বছরের এশিয়া কাপের ক্যালেন্ডার, যা বলছে যে ভারতেই বসতে চলেছে ২০২৫ এশিয়া কাপের আসর। ইতিমধ্যে এই ঘোষণা করা হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে।
গতবার পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও ভারতীয় দল সেখান না যেতে চাওয়ায় হাইব্রিড মডেলে আয়োজিত হয়েছিল এই প্রতিযোগিতা। ফলে একপ্রস্থ খেলা হয়েছিল পাকিস্তানে, আর ভারতের ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কায়।
কিন্তু আগামী বছর অবশ্য এককভাবেই ভারতে আসর বসতে চলেছে এশিয়া কাপের। ২০২৫ সালে টি-২০ প্রতিযোগিতায় এশিয়া সেরার লড়াইয়ের আসর যেমন বসবে ভারতের মাটিতে, তেমনই তার পরের এশিয়া কাপ হবে ২০২৭ সালে।
সেবার উপদেশীয় প্রতিযোগিতার আসর বসতে চলেছে বাংলাদেশে। তবে ২০২৭ সালের এশিয়া কাপ প্রতিযোগিতা হবে ৫০ ওভারের। প্রায় ৩৪ বছর পর এশিয়া কাপের আসর বসতে চলেছে ভারতে। ২০২৬ টি-২০ বিশ্বকাপের আসরও বসবে ভারতে।
ফলে এশিয়ার প্রতিপক্ষদের বিরুদ্ধে খেলে নিজেদের দেখে নেওয়ার সুযোগ পাবেন সূর্যকুমার যাদব, শুভমন গিল, যশস্বী জয়লওয়ালরা। নতুন কোচ, নতুন অধিনায়কের তত্ত্বাবধানে এশিয়া কাপে দল কেমন খেলে, সেদিকে নজর থাকবে। যদিও তার আগে ভারতীয় দলের মূল ফোকাসে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি।
২০১৬ সাল থেকে এশিয়া কাপ মূলত আইসিসি প্রতিযোগিতার স্টেজ রিহারশালের মঞ্চ হিসেবে পরিণত হয়েছে। যে বছর যে ফরম্যাটে বিশ্বকাপ থাকে, তার আগে এশিয়া কাপের ফরম্যাটও পাল্টে দেওয়া হয়। যেমন, ২০২৫ সালে হবে টি-২০ ফরম্যাটে। কারণ, ২০২৬-এ রয়েছে টি-২০ বিশ্বকাপ।
আবার ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ থাকায়, সেবার এশিয়া কাপ হবে ৫০ ওভারের। সবেমাত্র ভারতের নাম আয়োজক দেশ হিসেবে ঘোষণা করা হওয়ায় এখনও পর্যন্ত ভেনু নিয়ে চিন্তাভাবনা চূড়ান্ত হয়নি বোর্ডের। যদিও ভারতীয় দল যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না যায়, তাহলে পাকিস্তানও এদেশে এশিয়া কাপ খেলতে আসবে কিনা, সেই নিয়ে প্রশ্ন রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন