সমকালীন প্রতিবেদন : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশ– সব দলই দু’টি করে ম্যাচ খেলেছে। আফগানিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পর পয়েন্ট তালিকায় শীর্ষে আছে ভারত। রোহিতদের সংগ্রহ ৪ পয়েন্ট। নেট রানরেট ২.৪২৫।
দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। মিচেল মার্শদের দু’ম্যাচে সংগ্রহ ২ পয়েন্ট। নেট রানরেট ০.২২৩। তৃতীয় স্থানে থাকা আফগানিস্তানেরও পয়েন্ট ২। রশিদদের নেট রানরেট -০.৬৫০। চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। দু’টি ম্যাচই হেরেছেন নাজমুল হোসেন শান্তরা। পয়েন্ট শূন্য। নেট রানরেট -২.৪৮৯।
গ্রুপের পরের ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। সেই ম্যাচে রোহিতেরা জিতলে পয়েন্ট হবে ৬। ভারত চলে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে। আবার অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলে তাকিয়ে থাকতে হবে পরের আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচের দিকে। কারণ, সেক্ষেত্রে ভারতের মতো অস্ট্রেলিয়ার পয়েন্টও হবে ৪।
গ্রুপের শেষ ম্যাচে রশিদেরা বাংলাদেশকে হারিয়ে দিলে, তাঁদেরও পয়েন্ট হবে ৪। তখন নেট রানরেট গুরুত্বপূর্ণ হবে। ভারতীয় দল অবশ্য নেট রানরেটের ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় আছে। যদিও অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান নেট রানরেটে এগিয়ে গেলে ছিটকে যেতে হবে ভারতকে।
আবার অস্ট্রেলিয়া ভারতের কাছে হারলে এবং আফগানিস্তান বাংলাদেশের কাছে হারলে গ্রুপে তিনটি দলের পয়েন্ট হবে ২। ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে চলে যাবে। অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যে নেট রানরেটে এগিয়ে থাকা দল সেমিফাইনাল খেলার সুযোগ পাবে।
এবার বৃষ্টির জন্য ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ভেস্তে গেলে রোহিতেরা ৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠবেন। ৩ পয়েন্ট নিয়ে অপেক্ষা করতে হবে অস্ট্রেলিয়াকে। বাংলাদেশকে যদি আফগানিস্তান হারিয়ে দেয়, তা হলে ছিটকে যেতে হবে একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের।
আর উল্টো ফল হলে অস্ট্রেলিয়া চলে যাবে সেমিফাইনালে। আবার আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচও বৃষ্টিতে ভেস্তে গেলে নেট রানরেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠবে অস্ট্রেলিয়া। যা পরিস্থিতি, ভারত অস্ট্রেলিয়াকে হারালে, আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতেই হবে বাংলাদেশকে।
তা হলেই একমাত্র নেট রানরেটের বিচারে সেমিফাইনালে উঠতে পারেন শান্তরা। ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া জিতে গেলে তাঁদের আর কোনও সুযোগ থাকবে না। ফলে এখন ব্যাপকভাবে যে জমে উঠেছে বিশ্বকাপ, তা বলাই যায় নিঃসন্দেহে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন