সমকালীন প্রতিবেদন : এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান জয় দিয়েই শুরু করল ভারত। বুধবার তারা আয়ারল্যান্ডকে হারিয়ে দিল ৮ উইকেটে। রোহিত শর্মা অর্ধশতরান করলেন। ভাল বল করলেন হার্দিক পান্ডিয়া।
তবে জয়ের আনন্দের মাঝেও বেশ কিছু জিনিস চিন্তায় রাখবে ভারতকে। বিশেষত যেখানে পরের ম্যাচে সামনে পাকিস্তান। তাই এইসব সমস্যা নিয়ে টেনশন বাড়ছে রোহিত, দ্রাবিড়দের। কিন্তু সেই সমস্যাগুলি কী কী?
প্রথম যে সমস্যা দেখা দিচ্ছে ভারতের বোলিংয়ে, তা হল অতিরিক্ত রান। আয়ারল্যান্ডের বিরুদ্ধে অতিরিক্ত ১৫ রান দিয়েছে ভারত। তার মধ্যে ৯টি ওয়াইড করেছে তারা। অর্শদীপ সিং একাই দিয়েছেন ৫ টি ওয়াইড। একটি নো বলও করেছেন তিনি।
বড় ম্যাচে এমন একটা দুটো অতিরিক্ত রানই তফাত গড়ে দিতে পারে। এদিন অর্শদীপের বলের নিয়ন্ত্রণ ছিল না। দু’টি উইকেট পেলেও চার ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছেন তিনিই। পাকিস্তান ম্যাচে অর্শদীপকে নিয়ন্ত্রণ করতে হবে নিজের বল।
এদিকে, প্রথম ম্যাচে কোহলির অফ-ফর্ম নিয়েও চিন্তা বাড়ছে টিম ইন্ডিয়ার অন্দরে। আইপিএলে ভাল ফর্মে থাকলেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাত্র এক রান করলেন কোহলি। পাঁচটি বল খেলেছেন। চারটি বলে ধৈর্য দেখালেও পঞ্চম বলে পুল করতে গিয়ে আউট হন তিনি।
যদিও এরপর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ফর্মে থাকতেই হবে কোহলিকে। তা নাহলে ইন্ডিয়ার টেনশন আরো বাড়বে। এছাড়াও, খারাপ ফিল্ডিং ইন্ডিয়ার চিন্তা বাড়াবে আগামীতে। গত ম্যাচে রবীন্দ্র জাডেজা একটি ক্যাচ ছেড়েছেন। যদিও সেটি বেশ কঠিন ছিল।
তবু ক্রিকেটবিশ্বের তথাকথিত দুর্বল দলের বিরুদ্ধে ভারতের ফিল্ডিং আশানুরূপ হয়নি। তবে এইসব সমস্যা মিটিয়ে নিলে পাকিস্তানের বিরুদ্ধেও সহজ জয় হবে ইন্ডিয়ার, এমনটাই মতামত দিচ্ছেন বিশেষজ্ঞরা।
কারণ, পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে এমনিতেই মনোবলের দিকে এগিয়ে থাকে ভারত। ভারতের পূর্ব রেকর্ড এই কনফিডেন্স বাড়িয়ে তোলে খেলোয়াড়দের মধ্যে। এবারেও হয়তো তার অন্যথা হবেনা। এই বিষয়েই এখন আশাবাদী ভারতের ক্রিকেটপ্রেমীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন