Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২৯ জুন, ২০২৪

গাইঘাটায় বিএসএফের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ

 

Road-blocked

সমকালীন প্রতিবেদন : সমস্যায় পড়েছেন সীমান্ত এলাকার কৃষকেরা। কাঁটাতারের ভেতরে থাকা জমি থেকে ফসল তুলতে না দেওয়ার অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে। প্রতিবাদে শনিবার সকালে হাটের দিনই পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।


ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার আংরাইল বাজার এলাকায় রামনগর রোডে। অভিযোগ উঠেছে, নিজেদের মাঠ থেকে ফসল তুলে আনতে দিচ্ছে না বিএসএফ। আর সেই কারণে, মাঠে পড়ে থেকে ফসল নষ্ট হওয়ায় ক্ষতির মুখে এলাকার কৃষকেরা।


শনি এবং মঙ্গলবার হাটের দিন থাকায়, এদিন সকালে গ্রামের কৃষকেরা নিজেদের চাষ করা জমি থেকে ফসল তুলে আনতে গিয়েছিলেন। কিন্তু গাড়ি ব্যবহারে হঠাৎ হঠাৎ করে নিষেধাজ্ঞা জারি করেন বিএসএফ কর্মীরা। অর্থাৎ গাড়িতে করে সবজি নিয়ে যাওয়ার বিরুদ্ধে  বিএসএফ কর্মীরা। যার ফলে মাঠে কয়েকশ কেজি সবজি নিয়ে সমস্যায় পড়েন শতাধিক কৃষক।


বিএসএফের এমন কর্মকান্ডের অর্থ বুঝতে না পেরে, তাঁরা প্রথমে অনুরোধ জানালেও, কোন কাজ হয়না। অবশেষে তাঁরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মহিলারাও রাস্তায় বসে পথ অবরোধে সামিল হন। ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন বিএসএফের আধিকারিকেরা।


সমস্যায় পড়া এলাকার হাকিম মন্ডল এক কৃষক জানান, ‘শনিবার এবং মঙ্গলবার এখানে হাট বসে। আমরা জমি থেকে ফসল তুলে নিয়ে হাঁটে বিক্রি করি। গতকাল পর্যন্ত এই রাস্তায় ভ্যান, সাইকেল ঢুকতে দিলেও, আজকে আর কিছুই ঢুকতে দিচ্ছে না। তাঁরা বলছে, জমি থেকে ফসল মাথায় করে নিয়ে এসে ৪ নম্বর পয়েন্টে দেখাতে হবে। অন্য কোন জায়গায় দেখানো যাবে না।' 


গ্রামবাসীদের অভিযোগ, 'বিএসএফের একএকদিন এক একরকম নিয়ম। আমাদের কলাগাছ কেটে নষ্ট করে দিয়েছে। আমরা চাই, ওরা ওঁদের জায়গায় থাক এবং আমাদের যেন হয়রানি না করে। ওরা ওঁদের ইচ্ছেমত কাঁটাতার দিয়ে সীমানা করে নিয়েছে। সেইজন্যই আমরা পথ অবরোধ করেছি।’


বিক্ষোভ দেখানো এক মহিলা শিবানী মন্ডল জানান, ‘আমাদের খুব কড়াভাবে চেক করে। কৃষি জমিতে আমাদের ভাত, জল কিছুই নিয়ে যেতে দেয় না। আজকে ভ্যান, সাইকেল কিছুই ঢুকতে দিচ্ছে না। আমরা কিভাবে বস্তা বস্তা ফসল হাতে বা মাথায় করে নিয়ে আসতে পারব? আজকে হাটের দিনে আমাদের অনেকটাই ক্ষতি হয়ে গেল।‘


রাস্তায় বসে অবরোধে সামিল হওয়া আরও এক মহিলা নীলিমা ঘোষ অভিযোগ করেন, ‘প্রতি শনি এবং মঙ্গলবার বিএসএফরা আমাদের ঠিকমত যেতে দেয় না। এখানে অনেক চোরাচালানের কাজ হয়। দেখুন, আমাদের মনে তো কোন পাপ নেই। আমরা দুনম্বরি কাজ করি না। ওরা বলছে, মহিলা পুলিশ এলে, তখন আমাদের চেক করবে। আমরা বলি, মেশিন আমাদেরকে দিন, আমরা চেক করছি। কিন্তু ওরা তাও দিচ্ছে না।'


খুব তো গ্রামবাসীদের অভিযোগ, তাঁরা ঘর সংসার সামলিয়ে কাজ করতে এলেও, বিএসএফরা সময় নিয়ে খুব সমস্যা করে। ওদের কারণে দীর্ঘ সময় জমিতে আটকে থাকতে হয়। আজকে হাট ছিল। আর এই ফসল হাঁটে বিক্রি করতে না পারায়, অনেক ক্ষতি হয়ে গিয়েছে এলাকার কৃষকদের। আর তারই প্রতিবাদে দিন বিক্ষোভ এবং অবরোধে নামেন গ্রামবাসীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন