Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

বনগাঁর গণনা কেন্দ্রের মিডিয়া সেন্টারে চরম অব্যবস্থা

 

Media-centre

সমকালীন প্রতিবেদন : বনগাঁ লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্র বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের মিডিয়া সেন্টারে চরম অব্যবস্থা। সাংবাদিকদের কাজের কোন পরিবেশই তৈরি হয়নি সেখানে। এ ব্যাপারে চরম উদাসীনতা লক্ষ্য করা গেল তথ্য ও সংস্কৃতি দপ্তরের।


এদিন সকাল সাতটার মধ্যেই সংবাদ মাধ্যমের কর্মীরা বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় এর নির্ধারিত মিডিয়া সেন্টারে পৌঁছে যান। কিন্তু সেখানে তখনো কোনরকম পরিকাঠাম তৈরি হয়নি।


সাংবাদিকদের অভিযোগ, সেখানে ৫টি টিভি থাকলেও সেই টিভি চালানোর কোন ব্যবস্থা নেই। প্রচন্ড গরমে কোন পাখার ব্যবস্থা রাখা হয়নি। শুধু তাই নয়, গণনা শুরু হয়ে গেলেও গণনা কেন্দ্রের ভেতর থেকে কোনরকম সংবাদ সংগ্রহের ব্যবস্থা নেই। 


এদিন সকাল আটটা নাগাদ পোস্টাল ব্যালট গণনা শুরু হওয়ার কথা ছিল। সেই ভাবে কাজ শুরু হলেও প্রায় নটা পর্যন্ত কোনো রকম তথ্য পাননি সাংবাদিকরা। 


এই ঘটনায় চরম ক্ষোভের সৃষ্টি হয় সাংবাদিকদের মধ্যে। যদিও এ ব্যাপারে কোনরকম সদুত্তর দিতে পারেননি মিডিয়া সেন্টারের দায়িত্বে থাকা বনগাঁ তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক নন্দী বর্ধন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন