Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

অস্ট্রেলিয়াকে দাপটের সঙ্গে হারিয়ে সেমিফাইনালে ভারত

India-in-the-semi-finals

সমকালীন প্রতিবেদন : ‌গত বছর আহমেদাবাদের স্মৃতি এখনো কেউ ভোলেনি। ওডিআই বিশ্বকাপের ফাইনাল হেরে চোখে জল এসেছিল ভারত অধিনায়ক রোহিত শর্মার। যদিও সেন্ট লুসিয়ায় সেই হারের বদলা নিল টিম ইন্ডিয়া। সৌজন্যে ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি একাই যেন অস্ট্রেলিয়াকে এদিন নক আউট করে দিলেন। 

ভারতের পাহাড়প্রমাণ ২০৫ রান তাড়া করতে নেমে অজিরা থেমে যায় ১৮১ রানে। আপাতত অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত। সেমিফাইনালে খেলতে হবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে। 

যে দলে আইপিএলে খেলা একাধিক ক্রিকেটার রয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পর আত্মবিশ্বাসী ভারতীয় দলও। কিন্তু সেই সেমিফাইনাল হবে তো? বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারের ম্যাচে।

ভারত বনাম ইংল্যান্ড ম্যাচটি ভারতীয় সময় ২৭ জুন রাত ৮টা থেকে শুরু। গায়ানায় হবে ম্যাচটি। বৃহস্পতিবার সেখানে ৮৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে মাঠে খেলা, সেখানকার নিকাশি ব্যবস্থাও খুব ভাল নয়। 

ম্যাচের আগে যদি ভারী বৃষ্টি হয়, তা হলে আউটফিল্ড ভিজে থাকতে পারে। সেক্ষেত্রে খেলা শুরু হতে দেরি হবে। ম্যাচের সময় বৃষ্টি হলে তো খেলাই সম্ভব নয়। ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালটি ওই দিনেই। তবে তা হবে সকালে। সেই ম্যাচের জন্য রিজার্ভ ডে রয়েছে। অর্থাৎ কোনও কারণে ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে না হলে শুক্রবার সকালে হবে। 

কিন্তু ভারত খেলবে দ্বিতীয় সেমিফাইনাল। সেই ম্যাচের কোনও রিজার্ভ ডে নেই। তবে প্রয়োজনে ২৫০ মিনিট পর্যন্ত অতিরিক্ত সময় ম্যাচ করানোর চেষ্টা করা যেতে পারে। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। 

সেই ম্যাচটি যদিও রোহিত শর্মা মনে রাখতে চাইবেন না। কারণ, সেই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছিল ভারতকে। এবারের বিশ্বকাপে সেই ম্যাচের বদলা নেওয়ার সুযোগ থাকছে রোহিতদের সামনে। অজিদের বিরুদ্ধে বদলা নেওয়া হয়ে গেছে। এবার পালা ইংরেজদের। তারজন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভারতের ক্রিকেট ভক্তরা। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন