Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৯ জুন, ২০২৪

‌‌গোপালনগরে বিজেপির মহিলা কর্মীর বাড়িতে বোমাবাজি

House-of-BJP-women-worker-bombed

সমকালীন প্রতিবেদন : লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই বাংলার বিভিন্ন অঞ্চলে ভোট পরবর্তী হিংসার চিত্র ধরা পড়ছে। সেই তালিকায় এবার স্থান পেল গোপালনগর। এবার গোপালনগরের এক বিজেপি নেত্রীর বাড়িতে বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়াল গোটা এলাকায়। 

সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে গোপালনগর থানার বাসিন্দা দিপালী সিকদারের বাড়িতে বোমা পড়ে। বিকট আওয়াজে এবং ধোঁয়ায় ঘুম ভেঙ্গে যায় তাঁদের এবং আশেপাশের মানুষজনের। গোপালনগর থানার পুলিশকে খবর দেওয়া হলে, তারা ঘটনাস্থলে হাজির হয়ে তদন্ত শুরু করে।

এই বিষয়ে দিপালী দেবী জানান, 'তখন রাত প্রায় ১ টা ১০। বিকট আওয়াজে ঘুম ভেঙ্গে যায়। উঠে দেখি বাড়ির উঠোনে বোমা ফেলেছে, চারিদিকে ধোঁয়ায় ছেকে গেছে। আমার ঘরের জানলার একটা কাঁচ ভেঙ্গে গেছে। রান্নাঘরের টিন ছিদ্র হয়ে গেছে। তবে কারা করেছে, কেন করেছে জানি না। আমি বিজেপি করি। থানা থেকেও পুলিশ এসেছিল, দেখে গেছে। এখন আতঙ্কে রয়েছি।'

বিজেপির বনগাঁ উত্তর মন্ডল ২ এর সভাপতি বাচ্চু গায়েন জানান, 'বিজেপি কার্যকর্তা ১০১ নম্বর বুথের বিজেপি কর্মী দিপালীদি এই লোকসভা নির্বাচনে পোলিং এজেন্ট হয়েছিলেন। তারপর থেকেই তাঁর উপর শাসক দলের পক্ষ থেকে নানারকম চাপ আসতে থাকে। এদিন রাতে ওই ভদ্রমহিলার বাড়িতে বোমাবাজি করা হয়। যার ফলে তাঁর বাড়িতে কিছু ক্ষয়ক্ষতি হয়। আমার ধারণা, শাসক দলই এই কাজ করেছে। কারণ, বেশকিছুদিন ধরেই এখনকার বিজেপি কর্মী, সমর্থকদের ভয় দেখানো হচ্ছে।'

তৃণমূলের উপর ওঠা অভিযোগ অস্বীকার করে এলাকার তৃণমূলের ‌বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস জানান, 'তাহলে তো নির্বাচনে অনেক বোমাবাজি হতো। এটা বিজেপির গোষ্ঠীকোন্দলের একটা ফল। নিজেদের মধ্যে টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিয়েই  গোষ্ঠীকোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে।এতে তৃণমূলের কোনও যোগ নেই।' ‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন