Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২৩ জুন, ২০২৪

বিজেপির বনগাঁ জেলা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

 

District-president-ofBJP

সমকালীন প্রতিবেদন : ‌'উস্কানিমূলক' বক্তৃতা দেওয়ার অভিযোগ এনে বিজেপির ‌বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতির বিরুদ্ধে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলো। এই অভিযোগ দায়ের করলেন বাগদা থানার হেলেঞ্চার বাসিন্দা অশোক সর্দার নামে এক ব্যক্তি।

বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন উপলক্ষ্যে বাগদার মন্ডপঘাটা এলাকার এক কর্মী সভায় বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডল বলেন, তৃণমূলের হার্মাদরা ভোট লুট করতে আসলে তিন হাত লম্বা ডান্ডা দিয়ে তাদের হাঁটুর মালাইচাকী ভেঙে দেবেন। পাশাপাশি, পুলিশ পক্ষপাতমূলক আচরণ করলে বাগদা থানায় তালা মেরে দেওয়ার নিদান দিয়েছিলেন জেলা সভাপতি। 

তার এই বক্তব্যকে 'উস্কানিমূলক' বলে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বাগদার হেলেঞ্চার বাসিন্দা অশোক সর্দার। অভিযোগে তিনি লিখেছেন, '‌দেবদাস মন্ডল উস্কানিমূলক বক্তব্য দিয়ে এলাকায় অশান্তির সৃষ্টি করে রাজনৈতিক লাভ আদায় করার চেষ্টা করছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।' 

এব্যাপারে দেবদাস মন্ডল বলেন, 'যে ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন, তিনি সাধারণ লোক নন। তিনি তৃণমূলের লোক। তৃণমূল নেতৃত্ব তাকে দিয়ে এই অভিযোগ দায়ের করিয়েছে। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট করতে গিয়েছিল তৃণমূল। সেই সময় বাগদার মানুষ যা করেছিল, আমি সেই কথাই বলেছি।'‌ 







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন