Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

অভিনেতা থেকে প্রযোজক! বাংলা সিনেমাকে কতোটা মান দিতে পেরেছেন দেব?

 

Actor-producer-Deb

সমকালীন প্রতিবেদন : ছিলেন অভিনেতা। তারপর হলেন অভিনেতা রাজনীতিক। আর এখন অভিনেতা প্রযোজক রাজনীতিক। জার্নিটা কিন্তু খুব একটা সহজ ছিল না বাংলা ইন্ডাস্ট্রির হার্টথ্রব দেবের কাছে। বর্তমান তরুণ প্রজন্মের কাছে দেব একজন আইকন হিসাবে নিজের একটা পরিচিতি তৈরি করতে সক্ষম হয়েছেন। কিভাবে স্ট্রাগল করে শূণ্য থেকে শুরু করে বড় হওয়া যায়, তাঁর প্রকৃষ্ট উদাহরণ দেখিয়েছেন।

২০১৭ থেকে ২০২৪ সাল। ‌অভিনয় জীবনকে সঙ্গে নিয়েই এই সময়টা আমরা প্রযোজক দেবকে নতুনভাবে আবিষ্কার করি। অভিনয়ের পাশাপাশি, চলতে থাকে তাঁর প্রযোজনাও। এই সময়ের মধ্যে ৭ টি সিনেমায় প্রযোজনাও করে ফেলেছেন অভিনেতা তথা প্রযোজক দেব। আর সব কটি ছবিতে তাঁকেই যে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে তাঁর বিপরীতে কখনও দেখা গিয়েছে রুক্মিণীকে, কখনও বা ইশাকে।

একজন অভিনেতা হওয়ার পাশাপাশি একজন প্রযোজক হিসাবেও বেশ সুনাম অর্জন করেছেন দীপক অধিকারী ওরফে দেব। নিজেকে ভেঙেছেন, গড়েছেন নতুন ভাবে। কোন ব্যাকবোন ছাড়া দীপক অধিকারী থেকে দেব হওয়ার জার্নিটা তাঁর কাছে যেমন সহজ ছিল না, তেমনই অভিনেতা থেকে প্রযোজক হওয়ার জার্নিটাও কিন্তু কম কঠিন ছিল না। 

তবে অভিনেতা কিংবা প্রযোজক, সব সময়ই দেবকে নিজের মেজাজে মজার ছলে থাকতেই বেশি দেখা গিয়েছে। সবার সঙ্গে মজা করে হইহই করে কাজ করতেই পছন্দ করেন এই অভিনেতা। দেবের এই সাফল্যে আনন্দিত হয়ে পরিচালক অভিজিৎ সেন বলেন, 'দেবের কাছে যে কোনও বিষয় নিয়ে গেলে, খালি হাতে ফেরায় না। সব সমস্যার সুন্দর একটা সমাধানও বাতলে দেয়।' 

তিনি বলেন, 'এই সময়ে দাঁড়িয়ে হিন্দি সিনেমাকে টেক্কা দেওয়ার মতো বড় বাজেটের ছবি নিয়ে আসার ঝুঁকি একমাত্র দেবই নিতে পারে। আবার অভিনেতা কিংবা প্রযোজক হিসাবে কিন্তু কোন অহংকারও নেই দেবের। একবার উত্তরবঙ্গে শ্যুটিং এর সময় প্রচন্ড কুয়াশায় ছেয়ে যায় চারিদিক। সেইসময় জায়গা পরিবর্তন করার সময় সবার হাতে হাত মিলিয়ে সাহায্য করেছিলেন দেব।'

অন্যদিকে, দেবের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী ইশা সাহাও। তিনি বলেন, 'দেবদার সঙ্গে আমি একটা সিনেমা করেছি। তবে দেখুন সাহস না থাকলে ব্যোমকেশ, কবীর, বাঘাযতীন-এর মতো সিনেমা করতে পারতেন না। কাজকে যেমন সম্মান দেন, তেমনই দেবদা মহিলাদেরও সম্মান দেন।'

'চ্যাম্প' থেকে 'খাদান', এই ‌অভিনেতা প্রযোজকের ঝুলিতে ১৩ টি সিনেমা ইতিমধ্যেই চলে এসেছে। আশা করা যাচ্ছে, ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ছবি উপহার দেবেন এই অভিনেতা প্রযোজক রাজনীতিক।‌‌ পাশাপাশি, সেইসব প্রযোজনাই সাফল্যের মুখ দেখবেন, এমনই কামনা দেবভক্তদের।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন