সমকালীন প্রতিবেদন : গতবার আইপিএলে কেকেআর-এর হয়ে ওপেন করতে নেমে ধুন্ধুমার ব্যাটিং করে ভক্তদের মন জিতে নিয়েছিলেন আফগানিস্তানের উইকেটকিপার, ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ৷ কিন্তু এবছর ফিল সল্টের আগমণে প্রথম একাদশে জায়গা হচ্ছিল না৷
কিন্তু সল্ট দেশে ফিরে যাওয়ায় মঙ্গলবার প্রথম প্লে অফে তাঁর জায়গায় ওপেন করতে নেমেই ঝোড়ো ব্যাটিংয়ে নাইটদের আইপিএল ফাইনালে ওঠার রাস্তা সহজ করে দেন এই আফগান তারকা৷ কিন্তু অনেকেই জানেন না, আমেদাবাদের মাঠে মঙ্গলবার ঝোড়ো ব্যাটিং করা গুরবাজের জীবনেও কত বড় ঝড় চলছে৷
আফগান এই ক্রিকেটারের মা এই মুহূর্তে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি৷ মায়ের অসুস্থতার খবর পেয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে দেশেও ফিরে গিয়েছিলেন গুরবাজ৷ কিন্তু তখনই কেকেআর ম্যানেজমেন্ট জানতে পারে, ফিল সল্ট প্লে অফ শুরুর আগেই দেশে ফিরে যাবেন৷
সল্টের অনুপস্থিতিতে গুরবাজই ছিলেন দলের ভরসা৷ কিন্তু তখন তিনি দেশে৷ পরিস্থিতির কথা জানানো হয় গুরবাজকে৷ মা হাসপাতালে ভর্তি থাকলেও আফগান এই ব্যাটার অবশ্য সঙ্গে সঙ্গে কেকেআর কর্তাদের জানিয়ে দেন, তিনি ফিরে এসে দলের সঙ্গে যোগ দেবেন৷
মঙ্গলবারের আগে গুরবাজের এই কঠিন পরিস্থিতির খবর সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়নি৷ ম্যাচের পর গুরবাজ নিজেই জানান, 'আমার মা এখনও হাসপাতালে ভর্তি৷ আমি সবসময় তাঁর সঙ্গে কথা বলছি, যোগাযোগ রাখছি৷'
'কিন্তু এটাও তো আমার পরিবার৷ আমার মা এবং কেকেআর পরিবারকে একসঙ্গেই সামলাতে হবে৷ এটা করা খুবই কঠিন, কিন্তু আমাকে পারতেই হবে৷’ আফগান এই ক্রিকেটারের কথায়, কেকেআর ম্যানেজমেন্টের মতো পরিবার পাশে থাকলে আপনাকে অন্য কিছু নিয়েই ভাবতে হবে না৷
কারণ, গৌতম স্যার, শাহরুখ স্যার আছেন। তার উপরে হেড কোচ রয়েছেন৷ এই কারণেই হয়তো নাইট পরিবারের প্রতি এতটা টান রয়েছে গুরবাজের। হয়তো এটাই ক্রিকেটের সম্পর্ক আর বাইশ গজের ইমোশন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন