সমকালীন প্রতিবেদন : সারা দেশের সঙ্গে বনগাঁতেও ঐতিহাসিক শ্রমিক দিবস পালন করা হলো। আইএনটিটিইউসির বনগাঁ সাংগঠনিক জেলার উদ্যোগে বুধবার সকালে জেলা কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন এবং শহিদ বেদীতে মাল্যদান করে শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। শহিদ বেদীতে মাল্যদান করেন আইএনটিটিইউসির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি নারায়ণ ঘোষ, লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস এবং অন্যান্যরা।
এরপর পুরুষ এবং মহিলারা হাতে সুদৃশ্য প্ল্যাকার্ড নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। জেলা কার্যালয় থেকে শুরু করে এই শোভাযাত্রা বাটা মোড়, রাখালদাস সেতু, মতিগঞ্জ, রায় ব্রিজ, ত্রিকোন পার্ক হয়ে ফের জেলা কার্যালয়ে এসে শেষ হয়।
বিশ্বজিৎ দাস, মমতা ঠাকুর, নারায়ণ ঘোষ সহ একাধিক শ্রমিক নেতা এই মিছিলে পা মেলান। এছাড়াও, এদিন বনগাঁ শহরের একাধিক জায়গায় শ্রমিক দিবস পালন করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন