সমকালীন প্রতিবেদন : আইপিএলে এবার প্রথম থেকেই দুরন্ত ছন্দে ছিল কলকাতা নাইট রাইডার্স। তাই তাঁরা আইপিএলে শীর্ষে উঠে আসতে সময় লাগে নি। এক নম্বর দলের মতোই অবশ্য খেলেছেন সুনীল নারিন- আন্দ্রে রাসেলরা। ঝড়ের গতিতে ব্যাটিং করেছেন নাইট ওপেনাররা।
গৌতম গম্ভীর দলের মেন্টর পদে আসার পর থেকেই যেন ছন্দ পেয়েছে গোটা নাইট ব্রিগেড। দশ বছর আগে এমনই এক লোকসভা ভোটের আবহে দলকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করিয়েছিলেন গৌতম গম্ভীর। এবারেও সেই একই আবহ। এবারেও সেই গম্ভীরের হাত ধরেই ফের কলকাতায় ট্রফি এলো।
ইতিমধ্যেই প্রকাশ হয়ে গেছে মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স দলের ক্রীড়াসূচি। আইপিএলের মতোই অন্য দেশের ফ্র্যাঞ্জাইজি লিগেও অংশ নিয়ে থাকে শাহরুখ খানের নাইট রাইডার্স। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলে নাইট রাইডার্স দল।
তবে আমেরিকার এই ক্রিকেট লিগে নাইট রাইডার্স দলের অধিনায়ক সুনীল নারিন। এবারের আইপিএলে যিনি অনবদ্য ছন্দে ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেট লিগ দেখে মনে হতে পারে আইপিএলেরই ক্ষুদ্র সংস্করণ। কারণ, সেখানেও রয়েছে ভারতের মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংসের ফ্র্যাঞ্চাইজির দলও।
লস এঞ্জেলস নাইট রাইডার্স দলে অধিনায়ক নারিন ছাড়া আর কে কে রয়েছেন? এই দলে যেমন রয়েছেন সাইফ বাদার, উন্মুক্ত চাঁদ, স্পেনস্যার জনসন, তেমনই আবার এই নাইট রাইডার্সে রয়েছেন জেসন রয়, আন্দ্রে রাসেল, অ্যাডাম জাম্পার মতো খেলোয়াড়েরাও।
উল্লেখ্য, মেজর লিগ ক্রিকেটে প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয় এমআই নিউ ইয়র্ক। তবে এবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দল যে ছন্দে খেলেছে, তাতে মেজর লিগ ক্রিকেটে তাঁরা যে ফেভারিট হিসেবেই মাঠে নামবে, তা বলাই যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন